Tigress Yamuna: ডানদিকে গেলে বাঁকুড়া-সোজা গেলে পুরুলিয়া! বাঘিনী জিনাতের সঙ্গী এবার আরেক বাঘিনী যমুনা? চরম আতঙ্ক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Tigress Yamuna: বনকর্মীদের অনুমান, বাঘিনী যমুনা ব্রিজ পেরিয়ে ডানদিকে হাঁটতে শুরু করলে বাঁকুড়ার দিকে যাওয়ার সম্ভাবনা। সোজা হাঁটলে পুরুলিয়া।
পুরুলিয়া: বাংলার দুই জেলা সীমান্ত এলাকায় বাঘিনী যমুনা লুকোচুরি খেলছে বনকর্মীদের সঙ্গে। অন্যদিকে, রাতভর পুরুলিয়ার রাইকা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে আরেক বাঘিনী জিনাতও। সারা দিনে একবার যমুনার অস্থিত্ত্ব জানান দিয়ে ফের লুকিয়ে পরেছে সে।
রবিবার ভোররাতে বান্দোয়ানের চিরুডি পাহাড়ে অবস্থানের সংকেত দিয়ে সেই যে আত্মগোপন করেছে যমুনা, তারপর সোমবার ফের ভোররাতে তার অবস্থান পাওয়া যায়। এই মুহূর্তে বাঘিনীর অবস্থান বান্দোয়ানের চিরুডি এলাকায়।
বনকর্মীদের অনুমান, বাঘিনী যমুনা ব্রিজ পেরিয়ে ডানদিকে হাঁটতে শুরু করলে বাঁকুড়ার দিকে যাওয়ার সম্ভাবনা। সোজা হাঁটলে পুরুলিয়া। গতকাল ঘাটশিলার দিকে মোমেন্ট করেও ফের বান্দোয়ানে ফিরে এসেছে বাঘিনী। তবে এখন তার অবস্থান অনুযায়ী পুনরায় কাঁকড়াঝোড়ের দিকে আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্যানসারের যম, ডায়াবেটিসের ১২টা বাজায় এই সবুজ পানীয়! খেলেই হাজার হাজার উপকার
বান্দোয়ানের পাশাপাশি বেলপাহাড়ি এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু দিনেই নয়, রাতেও এলাকায় টহল দিচ্ছে সিআরপিএফ।
সাধারণ মানুষের জঙ্গলে পাতা, কাঠ কুড়ানো বা গরু, ছাগল চরানোয় নিষেধাজ্ঞা রয়েছে। ফলে আতঙ্কের পাশাপাশি কিছুটা সমস্যাতেও রয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: একটা কমছে-একটা উঠছে! শীতেও মুখে ভরে যাচ্ছে গোটা-ব্রণ-র্যাশ? রইল ম্যাজিক টিপস
বাঘের আতঙ্কে বন্ধ উদলবনী প্রাথমিক বিদ্যালয়। বাঘ নতুন ঠিকানায় ক্রমশ ঠিকানা বদলাচ্ছে বাঘিনী। এই বাঘিনীর ঠিকানা নিয়ে দ্বন্দ্বে বন দফতরের কর্তারা। বাঘিনীর ভয়ে স্কুল বন্ধ এবার পুরুলিয়ার বান্দোয়ানের উদলবনী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের শিক্ষক এলেও ছাত্রছাত্রীরা না আসায় বন্ধ হয়ে গেল স্কুল। বন্ধ মিডডে মিলের রান্না। আতঙ্কে গোটা গ্রাম।
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tigress Yamuna: ডানদিকে গেলে বাঁকুড়া-সোজা গেলে পুরুলিয়া! বাঘিনী জিনাতের সঙ্গী এবার আরেক বাঘিনী যমুনা? চরম আতঙ্ক

