ফের আতঙ্ক! জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা, পালাচ্ছে গবাদি পশু... থমথমে বেলপাহাড়ি

Last Updated:

গ্রামবাসীদের অহেতুক আতঙ্কিত না হয়ে সাবধানে চলা ফেরা করার পরমর্শ বনদফতরের।

News18
News18
বেলপাহাড়ি: বেলপাহাড়ির ভুলাভেদা রেঞ্জের কেতকিঝর্না এলাকায় ফের বাঘের আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই কেতকিঝর্না এলাকায় ঘুরে বেরাচ্ছে বাঘ। জঙ্গলে চড়াতে নিয়ে যাওয়া গবাদি পশুকে বাঘে ধরেছে বলে অভিযোগ। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। নিষিদ্ধ করা হয় জঙ্গলে ঢোকা।
কতকিঝর্না পর্যটকদের অন্যতম স্পট। তাই পর্যটকদের সাবধান করা হয়েছে তারা যাতে জঙ্গলে না ঢোকে। আজ ঐ এলাকায় সিআরপিএফ বিশেষ নজরদারি চালাচ্ছে। গ্রামবাসীদের অহেতুক আতঙ্কিত না হয়ে সাবধানে চলা ফেরা করার পরমর্শ বনদফতরের।
advertisement
advertisement
জঙ্গলমহল বা সংলগ্ন এলাকায় প্রায়শই দেখা যায় বাঘের পায়ের ছাপ। অন্যদিকে কুলতলিতে ছড়িয়েছে বাঘের আতঙ্ক। বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় এলাকায়। গ্রামবাসীদের মধ্যে শুরু হয় আতঙ্ক। ঘটনাস্থলে পুলিশ বনকর্মীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের আতঙ্ক! জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা, পালাচ্ছে গবাদি পশু... থমথমে বেলপাহাড়ি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement