Electrocuted Death: মধ্যরাতে প্রবল ঝড়ে লণ্ডভণ্ড! ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Electrocution Death: সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার উপরে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।
জয়নগর: সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার উপরে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের গঞ্জের বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম জুলফিকার শেখ (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই দৈনিক কাজ সেরে রাতে বাড়ি ফিরছিল জুলফিকার। হঠাৎই কালবৈশাখীর তাণ্ডবের জেরে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। সেই ঝড়ো হওয়া দাপটে ছিড়ে যায় এগার হাজার ভোল্টের ইলেকট্রিক এর তার। ছেঁড়া চারটি হঠাৎই জুলফিকারের গায়ের উপর পড়ে মুহূর্তের মধ্যে কিছু বোঝার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় জুলফিকারের।
advertisement
আরও পড়ুনঃ ৯ মাস বয়স হলেই ফুটে ওঠে লক্ষণ, ঠিক কোন কোন পরিবর্তনে বুঝবেন আপনার সন্তানের ‘অটিজম’ রয়েছে? জানাচ্ছেন বিশেষজ্ঞ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই কাজ শেষ করে জয়নগর থানার উত্তর দুর্গাপুর গ্রামের বাসিন্দা, জুলফিকার শেখ সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকে ঘটনাস্থলে। স্থানীয় এক গ্রামবাসী মৃতদেহ দেখতে পেয়ে তড়িঘড়ি গ্রামে খবর দেয় এবং পুলিশ প্রশাসনকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১ মাসেই কোমর ছাড়িয়ে যাবে, স্ক্যাল্পে গজাবে নতুন চুলও! ঘরোরা সস্তার এই মিশ্রণে সুপারফাস্ট ‘হেয়ার গ্রোথ’, আজই ব্যবহার করুন
বিদ্যুৎ দফতরের কর্মীরা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে মৃতদেহটিকে উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারুল্লাহ গাজি। সাহারুল্লা গাজি বলেন, প্রতিদিনের মতোই কর্মস্থল থেকে কাজ করে বাড়ি ফিরছিল জুলফিকার। হঠাৎই ইলেকট্রিকের কাজ ছিঁড়ে জুলফিকারের গায়ে পড়ে মৃত্যু হয় জুলফিকারের। বিদ্যুৎ দফতরের গাফিলতি রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electrocuted Death: মধ্যরাতে প্রবল ঝড়ে লণ্ডভণ্ড! ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির