মিছিল ঘিরে রণক্ষেত্র পাত্রসায়র, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ৩ ছাত্র
Last Updated:
#কাঁকড়ডাঙা: শনিবার, মিছিল ঘিরে রণক্ষেত্র বাঁকুড়ার পাত্রসায়রের কাঁকড়ডাঙা। গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির এক ছাত্র-সহ তিন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে তিন জনই। চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। থমথমে এলাকা।
কাঁকড়ডাঙা মোড়ের কাছে বাউড়ি পরিবার, শনিবার গুলিবিদ্ধ হয় তাপস ও সৌমেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে ৷ শনিবার খবরের শিরোনামে উঠে আসে বাঁকুড়ার পাত্রসায়রের এই কাঁকড়ডাঙা এলাকা। এখান থেকে কিছুটা গেলেই বর্ধমান জেলা।
কাঁকড়ডাঙায় তৃণমূলের মিছিল পৌঁছনর পর গন্ডগোলের সূত্রপাত। সাধারণ মিছিল ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।
advertisement
ঘটনাস্থলে ছিলেন স্থানীয় যুবক তাপস বাউড়ি ও টুলুপ্রসাদ খাঁ। ঠিক সেসময়েই টিউশন থেকে বাড়ি ফিরছিল তাপসের ভাই অষ্টম শ্রেণির ছাত্র সৌমেন। দাদাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয় সৌমেনও। আপাতত, বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি তিন জন। শনিবারের ঘটনার পর এখনও থমথমে কাঁকড়ডাঙা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2019 8:53 PM IST