গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী! তলিয়ে গেল আরও দুই!
Last Updated:
#কাঁকিনাড়া: ফণীর পর রাজ্য এখন তাপপ্রবাহে পুড়ছে। বাড়ছে গরম ও অস্বস্থি। আরাম পেতে মানুষ জলের খোঁজ করছে। গরম থেকে একটু স্বস্তি পেতে কাঁকিনাড়া গঙ্গার ঘাটে স্নানে নেমেছিল চার স্কুল ছাত্র। আর এই স্নান করতে নেমেই ঘটে যায় বিপত্তি। চার জনের মধ্যে তিনজনই তলিয়ে যায় জলে।
সুমিত ব্রহ্ম, সাগর দাস, আকাশ সাউ তলিয়ে যায় গঙ্গার জলে। এদের মধ্যে আকাশ সাউ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী তারা যখন গঙ্গায় স্নান করতে নামে তখন চলছিল ভাটা। ভাটায় তারা স্নান করতে করতে অনেকটা দূরে চলে যায়। আর তখনই চলে আসে জোয়ার। একজন এদের মধ্যে কোনও রকমে পারে ওঠে। বাকি তিনজনই জলের তোড়ে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ওই তিন ছাত্রের তল্লাশি চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2019 5:22 PM IST