ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে প্রাণে মারার হুমকি! বাইরে পুলিশ-জনতা, শেষমেষ যা হল...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দীর্ঘক্ষণ পরে দরজা খোলা হয়৷ যুবকের স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷
# অনুপ বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনা: রুদ্ধশ্বাস নাটকের পরেই উদ্ধার হল যুবক ও তাঁর স্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির বাসরা পঞ্চায়েতের পথের দাবি এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর সুপ্রিয় দাস নামে এক যুবক গতকাল থেকেই ঘরের দরজা বন্ধ করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেন৷ কাচের বোতল ভাঙেন, ঘরের দরজায় তালা দিয়ে আটকে রাখেন। পরিবারের লোকজন ও স্থানীয় মানুষজন বোঝানোর চেষ্টা করলেও কোনওভাবেই সেই কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ।
ঘটনার খবর দেওয়া হয় ঘুটিয়াই শরিফ ফাঁড়ি পুলিশকে৷ ভোর থেকে পুলিশ এসে হাজার বোঝানোর চেষ্টা করলেও প্রথমে তাঁদের মুক্ত করতে পারেননি পুলিশ। তবে দীর্ঘক্ষণ পরে দরজা খোলা হয়৷ যুবকের স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় ঘুটিয়ারি শরীফ গ্রামীণ হাসপাতালে।
advertisement
advertisement
আরও পড়ুন: Bowbazar: ‘‘ তাহলে এখন কোথায় যাব জানি না!’’ চেনা পাড়ার, অচেনা রূপ আর কতদিন, প্রশ্ন বউবাজারের
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, সুপ্রিয় দাস ২০১৩ সালে সেনাবাহিনীতে চাকরিতে যোগ দেন৷ ট্রেনিং চলাকালীন তাঁর হাতে একটি দুর্ঘটনা ঘটে৷ তারপরেই তিনি বাড়িতে চলে আসেন। পরিবার জানায় এরপর থেকে তিনি চাকরি হারানোর কারণে ও নানাভাবে মানসিক অবসাদের ভুগতে থাকেন এবং নেশাগ্রস্ত হয়ে পড়েন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2022 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে প্রাণে মারার হুমকি! বাইরে পুলিশ-জনতা, শেষমেষ যা হল...