তিন-চারদিনে অ্যাকাউন্ট থেকে উঠে গেল ৮৮ হাজার টাকা! নিমেষে সব হারালেন দম্পতি

Last Updated:

Bank fraud: এক, দুই, তিন...চারদিনে হাওয়া ৮৭ হাজার ৫০০ টাকা! ব্যাঙ্ক অ্যাকাউন্টও কি নিরাপদ নয়!

অভিযোগকারিনী
অভিযোগকারিনী
কাকদ্বীপ: কাকদ্বীপে ব‍্যাঙ্ক আ্যকাউন্ট থেকে উধাও হাজার হাজার টাকা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অপর্ণা বেরা নামের এক মহিলা। অভিযোগ তাঁর ব‍্যাঙ্ক আ্যকাউন্ট থেকে ধাপে ধাপে কাটা গিয়েছে ৮৭ হাজার ৫০০ টাকা।
ওই মহিলা এবং তাঁর স্বামী অভিযোগ করেছেন যে এক ব‍্যক্তি ঘর পাইয়ে দেওয়ার নাম করে আধার কার্ডের জেরক্স-এর উপরে টিপ সই নিয়েছিল। তারপর থেকে সমস‍্যার সূত্রপাত।
আরও পড়ুন- জলেই লাফিয়ে লাফিয়ে মরছে শ’য়ে শ’য়ে মাছ! মুহূর্তে খালি! অবাক ঘটনা হাওড়ার পুকুরে!
এরপর ধাপে ধাপে ব্যাংক থেকে উধাও হয় ৮৭হাজার ৫০০ টাকা। ওই ব‍্যক্তি মহিলার আত্মীয় হন বলে খবর। এই ঘটনার পর হার উড পয়েন্ট কোস্টাল থানা এবং সাইবার ক্রাইম এ অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
ঘটনার পর অভিযুক্ত ব‍্যক্তি টাকা তুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন। ঘরের জন‍্য আধার কার্ড নিলে কীভাবে টাকা তোলা যাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় কোনোভাবেই জড়িত নন বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় ব‍্যাঙ্কে সঞ্চিত অর্থ খুইয়ে অথৈ জলে পড়েছেন ওই দম্পতি। দ্রুত এই টাকা ফেরানোর দাবি করেছেন তাঁরা। ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্ত ব‍্যক্তিকে দ্রুত শনাক্ত করার দাবি জানিয়েছেন ওই দম্পতি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিন-চারদিনে অ্যাকাউন্ট থেকে উঠে গেল ৮৮ হাজার টাকা! নিমেষে সব হারালেন দম্পতি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement