Nadia News: অবশেষে প্রতীক্ষার অবসান! এই বছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এবার রানাঘাটে

Last Updated:

Nadia News: গত বছর প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরেও বেশ কিছু সমস্যার কারণে বাধ্য হয়ে পুজো বন্ধ করে দিয়েছিলেন উদ্যোক্তারা।

+
বিশ্বের

বিশ্বের বড় দুর্গা বানানো হতে চলেছে রানাঘাটে

রানাঘাট: এবার পুজোয় রাজ্যবাসীর চোখ হতে চলেছে নদিয়া। শুধু রাজ্য কেন উদ্যোক্তাদের দাবি সারা বিশ্বের মধ্যে এত উচ্চতার দুর্গা প্রতিমা এই প্রথম। ২০২৪-এও দুর্গাপুজো নিয়ে সংবাদমাধ্যমে ছিল নদিয়া তবে বিতর্কে এবার হয়তো সেটাই দৃষ্টান্ত হতে চলেছে। অবশেষে আবারও হতে চলেছে রানাঘাটের কামালপুরের সেই বিখ্যাত বড় দুর্গা। এদিন খুঁটি পূজার মাধ্যমে তেমনটাই জানালেন পুজো কমিটির সদস্যরা।
গতবছর রানাঘাট কামালপুর অভিযান সংঘ সারা ফেলে দিয়েছিল গোটা বাংলায় বিশ্বের সর্ববৃহৎ বড় দুর্গা বানানোর। প্রায় ৭০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হওয়ার পরে বেশ কিছু কারণবশত প্রশাসনিক ছাড়পত্র পাওয়া যায় না এই পুজোর। সেই কারণে পুজোর একেবারে অন্তিম লগ্নে এসে ভারাক্রান্ত মন নিয়ে বন্ধ করে দিতে হয় তাদের এই পুজো। এই নিয়ে তখন উঠেছিল একাধিক রাজনৈতিক তর্কবিতর্কও। পুজো কমিটি ও গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে দুর্গা মূর্তির চোখে বেঁধে দিয়েছিলেন কালো কাপড়ও। তবে দমে যাননি তারা। এবছর আবারও নতুন এক উদ্দীপনা নিয়ে তারা তৈরি করতে চলেছেন বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা।
advertisement
advertisement
এদিন খুঁটি পূজার মাধ্যমে শুরু হয়ে গিয়েছে তাদের মন্ডপ তৈরির কাজ এবং দু’দিনের মধ্যেই তারা শুরু করে দেবেন প্রতিমার গড়ার কাজও। তবে এবছর যাতে গত বছরের মত কোনওরকম ঝামেলা কিংবা বাধা বিপত্তিতে না পড়তে হয় সেই কারণে আগেভাগেই প্রশাসনিক সমস্ত নিয়ম-কানুন মেনেই প্রশাসনকে পাশে রেখেই তারা তৈরি করছেন এই দুর্গা বলে জানালেন কমিটির সদস্যরা। 
advertisement
পুজোর এক কর্মকর্তা সুজয় বিশ্বাস জানান, গত বছর যেটুকু ভুল ত্রুটি তাদের ছিল হয়তো বা সম্ভাবনা ছিল ভুল ত্রুটি হওয়ার সেগুলো তারা শুধরে নিয়েছেন। অন্যদিকে সরকারও চিন্তা-ভাবনা করে দেখেছেন সাধারণ মানুষের আবেগের কথা। এবং অবশ্যই জনপ্রতিনিধি থেকে শুরু করে সংবাদমাধ্যম সকলেই এবং সর্বোপরি নদিয়াবাসী যে বিমর্ষ হয়ে পড়েছিল সেই সময় সে খবরও গেছে প্রশাসন ও সরকারের কাছে। এবং তার ফলেই হয়তো এই ছাড়পত্র মিলেছে এই পুজোর।
advertisement
স্বাভাবিকভাবেই এক বছর প্রতীক্ষার পরে এই পুজো অবশেষে হওয়াতে খুশিতে ভাসছে কামালপুর। তারা আশাবাদী এবার তাদের শিল্পের নিদর্শন দেখাতে পারবে সারা বাংলার মানুষের কাছে। তবে অতীতের কালো স্মৃতি তারা ভুলতে চান আগামীর খুশির উৎসবের কথা মাথায় রেখে সেই কারণে প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি সর্বোপরি সংবাদমাধ্যম এবং সমাজ মাধ্যমের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তারা।
advertisement
Mainak Debnath 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: অবশেষে প্রতীক্ষার অবসান! এই বছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এবার রানাঘাটে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement