#কলকাতা: গঙ্গাসাগর মেলায় এবার আর প্লাস্টিক নয়। ব্যবহার করতে হবে পরিবেশ বান্ধব কাগজের ব্যাগ। মেলায় প্লাস্টিক দেখলেই বাজেয়াপ্ত করবে প্রশাসন। বদলে তুলে দেওয়া হবে কাগজের ব্যাগ। পরিবেশ রক্ষায় উদ্যোগ নিয়েছে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ।এবার প্লাস্টিকমুক্ত হবে গঙ্গাসাগর, বকখালি। আর কদিন পরেই কয়েক লক্ষ মানুষের সমাগমে জমে উঠবে গঙ্গাসাগর। মেলা শুরুর আগে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। পরিবেশের ক্ষতি আর নয়। পরিবেশ বাঁচাতে অস্ত্র শালপাতার বাটি, কাগজের গ্লাস, ব্যাগ। শুক্রবার গঙ্গাসাগরের বিভিন্ন বাজারে অভিযান চালান বকখালি উন্নয়ন পরিষদের আধিকারিকরা। দোকানে দোকানে ঘুরে কাগজ, শালপাতার ব্যাগ তুলে দেন। আর বদলে দোকানদাররা প্লাস্টিক, থার্মোকলের সামগ্রী তুলে দেন আধিকারিকদের হাতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।