Basanta Utsav 2025: দোলের দিন পুরোপুরি বন্ধ! বিশ্বভারতীতে হচ্ছে না বসন্ত উৎসব! রয়েছে কড়া নিষেধাজ্ঞা

Last Updated:

Basanta Utsav 2025: এবছরও দোলের দিন বিশ্বভারতী বসন্ত উৎসব করছে না ৷ তার আগে তারা বসন্ত উৎসব করে নিচ্ছে।

সিনেমা হোক বা বাস্তব জীবন সবক্ষেত্রেই দেখা যায় রঙের উৎসব হোলিতে সাদা পোশাক পরার রেওয়াজ চলে আসছে বহুদিন ধরে। (প্রতীকী ছবি)
সিনেমা হোক বা বাস্তব জীবন সবক্ষেত্রেই দেখা যায় রঙের উৎসব হোলিতে সাদা পোশাক পরার রেওয়াজ চলে আসছে বহুদিন ধরে। (প্রতীকী ছবি)
বোলপুর: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ আর মাত্র কয়েকদিন পরই দোল উৎসব৷ ১৪ মার্চ সারা দেশ জুড়ে পালিত হবে দোল উৎসব৷ ২০১৯ সালে বিশ্বভারতীতে শেষবার খোলামেলা ভাবে বসন্ত উৎসব পালিত হয়েছিল । তারপর ২০২০-২০২৩ সালেও বিশ্বভারতীর নিজস্ব কিছু কারণের জন্য বসন্ত উৎসব হয়নি। এই বছরও বিশ্বভারতীতে উন্মুক্ত ভাবে বসন্ত উৎসব পালিত হবে না৷
এবছরও দোলের দিন বিশ্বভারতী বসন্ত উৎসব করছে না ৷ তার আগে তারা বসন্ত উৎসব করে নিচ্ছে। অন্যদিকে বনদফতরের পক্ষ থেকে সোনাঝুরি হাট এলাকা-সহ সোনাঝুরির বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে বসন্ত উৎসব বা দোলের দিন সোনাঝুরি এলাকায় কোনওভাবেই কেউ রং খেলবে না৷
advertisement
advertisement
পাশাপাশি কোনও যানবাহন থেকে শুরু করে ড্রোন ক্যামেরা ওড়ানো বন্ধ করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
বনদফতর সূত্রের খবর, যেভাবে পর্যটকেরা এসে এবং বিভিন্ন ধরনের যানবাহন ঢুকে ক্ষতি করে তার জন্যই এ বছর সোনাঝুরি হাট বা সোনাঝুরি জঙ্গল এলাকায় রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে জঙ্গল বাঁচানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বনদফতর।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basanta Utsav 2025: দোলের দিন পুরোপুরি বন্ধ! বিশ্বভারতীতে হচ্ছে না বসন্ত উৎসব! রয়েছে কড়া নিষেধাজ্ঞা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement