Honey Trap: লজ্জা...ইতিহাসের শহরে হোটেলে রমরমিয়ে চলছিল ব্যবসা! আচমকা হানা দিল পুলিশ, গ্রেফতার ৪

Last Updated:

Murshidabad Police: ইতিহাসের শহরে ফের মধুচক্রের আসর। দুই মহিলাকে হোটেলে রেখে মধুচক্রের অভিযোগে হোটেল মালিক-সহ চার জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদের এসওজি ও লালবাগ থানার পুলিশ।

মধুচক্রের আসর
মধুচক্রের আসর
মুর্শিদাবাদ: ইতিহাসের শহরে ফের মধুচক্রের আসর। দুই মহিলাকে হোটেলে রেখে মধুচক্রের অভিযোগে হোটেল মালিক-সহ চার জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদের এসওজি ও লালবাগ থানার পুলিশ। মুর্শিদাবাদের লালবাগ আস্তা মোড় এলাকার ঘটনা। জানা গিয়েছে, একটি হোটেলে এসওজি ও লালবাগ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হোটেল মালিক-সহ চারজনকে গ্রেফতার করে মধুচক্রের অভিযোগে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর যায় একটি হোটেল মধুচক্র চলছিল বলেই অভিযোগ। তারপর সেই হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ এসওজি ও লালবাগ থানার পুলিশ যৌথ ভাবে। সেখান থেকে হোটেল দুই মহিলা, দুই উপভোক্তা, হোটেলের পরিচালক-সহ হোটল মালিককে মধুচক্রের অভিযোগে আটক করে পুলিশ। পুলিশের জেরায় দুই মহিলা শিকার করে তাদের প্রতারণা করে এখানে নিয়ে আসে। এবং হোটেল মালিক জোরপূর্বক হোটেলে আটকে রেখে তাদের দিয়ে মধুচক্রের কাজ করাচ্ছে। তারপর হোটেল মালিক-সহ চার জনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
দুই মহিলাকে সেফ হোমে রাখা হয়েছে। ধৃত চারজনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের অবেদন চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার তদন্ত করে দেখছে লালবাগ থানার পুলিশ। বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার হচ্ছে মধুচক্রের আসর থেকে মহিলা পুরুষ উভয়েই। যদিও শহরবাসীর দাবি, পর্যটকদের শহর বলেন পরিচিত থাকলেও এখানে অসামাজিক কাজকর্ম চলতো। তবে পুলিশি সক্রিয়তা গ্রহণ করার ফলে শহরের অসামাজিক কাজকর্ম কমবে বলেই দাবি শহরবাসীর।
advertisement
কৌশিক অধিকারী 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Honey Trap: লজ্জা...ইতিহাসের শহরে হোটেলে রমরমিয়ে চলছিল ব্যবসা! আচমকা হানা দিল পুলিশ, গ্রেফতার ৪
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement