Hooghly News: এবার সরকারি হাসপাতালে পাওয়া যাবে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা ! 

Last Updated:

হুগলি জেলার বিভিন্ন হাসপাতাল যেগুলিতে স্বাস্থ্যসাথী পরিষেবা এখনও লাগু হয়নি সেগুলিতে স্বাস্থ্যসাথী পরিষেবা লাগু হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন।

+
সাড়ে

সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে চালু হলো সিটি স্ক্যান

হুগলি: হুগলি জেলার বিভিন্ন হাসপাতাল যেগুলিতে স্বাস্থ্যসাথী পরিষেবা এখনও লাগু হয়নি সেগুলিতে স্বাস্থ্যসাথী পরিষেবা লাগু হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত কোন্নগর পীতাম্বর হাসপাতালকে স্বাস্থ্যসাথীর আওতায় আনার জন্য পদক্ষেপ গ্রহণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই আজ উদ্বোধন হল কোন্নগর মাতৃ সদনে সিটি স্ক্যান পরিষেবার।
একদিকে যেমন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন এলাকার মানুষরা, অন্যদিকে খুবই স্বল্প ব্যয় অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা পেতে চলেছে কোন্নগর তথাৎ তৎ সংলগ্ন এলাকার মানুষ।
advertisement
রবিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে দেওয়া অনুদানের ভিত্তিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন কাজ করা শুরু হলো কোন্নগরের এই পৌরসভা পরিচালিত হাসপাতালে। এর ফলে একদিকে যেমন স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটেছে অন্যদিকে এই হাসপাতাল গুলিকে স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় আনার প্রচেষ্টাও শুরু হয়ে গিয়েছে।
advertisement
এই বিষয়ে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান, শুধুমাত্র সিটি স্ক্যান নয়, আগামী দিনে এমআরআই ও অন্যান্য অত্যাধুনিক পরিষেবা যাতে এই হাসপাতাল গুলি মানুষের জন্য দিতে পারে তার জন্য সর্বস্তরের প্রচেষ্টা করবেন তারা। ফেকো মেশিন বসানোর জন্য ইতিমধ্যেই কুড়ি লক্ষ টাকা দান করেছেন তিনি। এছাড়াও পিতাম্বর হাসপাতালের পাশে দুটি জায়গা কেনা হয়েছে যেখানে চালু হবে নার্সিংহ ট্রেনিং স্কুল। আগামী দিনে সর্বস্তরের উন্নয়নমূলক পরিষেবা পাওয়া যাবে হাসপাতাল থেকে।
advertisement
এ বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন কুমার দাস মহাশয় তিনি জানান, তাদের হাসপাতালটি এতদিন স্বাস্থ্য সাথী পরিষেবার আওতায় আসতে পারেনি। কারণ স্বাস্থ্য সাথীতে আসার জন্য যে ক্রাইটেরিয়া গুলি প্রয়োজন তার মধ্যে আসতে পাচ্ছিল না তাদের এই হাসপাতাল। তবে সিটি স্ক্যান মেশিন বসানোর পরে তা স্বাস্থ্য সাথীর একটি পর্যায়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে। এর ফলে উপকৃত হবেন এলাকার বহু মানুষ।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: এবার সরকারি হাসপাতালে পাওয়া যাবে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা ! 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement