North 24 Parganas News: মিলেছে 'হেরিটেজ' তকমা, রানি রাসমণির নাত বউয়ের তৈরি এই মন্দিরের ইতিহাস জানলে চমকে যাবেন, কোথায় জানেন?

Last Updated:

North 24 Parganas News: হেরিটেজ তকমা মিলেছে রানি রাসমণির নাত বউয়ের তৈরি এই মন্দিরের, জানেন ইতিহাস!

+
রাধাগোবিন্দ

রাধাগোবিন্দ মন্দির

উত্তর ২৪ পরগনা: জেলায় গঙ্গার পাড় ধরে চললে দেখা মিলবে বহু মন্দিরের, কিন্তু তার মধ্যেও যে কটি প্রাচীন মন্দির রয়েছে পানিহাটি আগরপাড়ার গিরিবালা দেবীর প্রতিষ্ঠিত রাধাগোবিন্দ কুঞ্জ মন্দির তাদের মধ্যে অন্যতম। ইতিমধ্যেই এই মন্দিরকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও মন্দিরের ইতিহাস এখনও অনেকের কাছেই অজানা। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গিরিবালা দেবী। যিনি ছিলেন, রানী রাসমনির নাত বউ।
উনবিংশ শতকের প্রথমার্ধে সমাজে যখন নারী শিক্ষা ও আত্মপ্রকাশের সুযোগ সীমিত ছিল, সেই সময় দাঁড়িয়ে গিরিবালা দেবী এক দৃষ্টান্ত স্থাপন করেন এই রাধাগোবিন্দ মন্দির গড়ে তুলে। জানা যায়, তাঁর স্বপ্নে শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে নির্দেশ দেন এই মন্দির প্রতিষ্ঠার জন্য। সেই নির্দেশ অনুযায়ী তিনি গঙ্গার তীরে জমি দান করে, এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের মূল বিগ্রহ রাধা গোবিন্দর। এছাড়া মন্দির চত্বরে রয়েছে নহবত খানা। মূল মন্দিরের ডানদিকে রয়েছে ছয়টি শিব মূর্তিও।
advertisement
advertisement
গঙ্গার ধারে মন্দির সংলগ্ন রয়েছে গিরিবালা দেবী ঘাট। মন্দিরে মোট চারবার পুজো হয়। সকাল সাড়ে ছ’টায় ঊষা কীর্তন, দশটায় নারায়ণ সেবা, বারোটায় মধ্যাহ্নকালীন ভোগ ও সন্ধ্যায় গঙ্গা আরতি। পাশাপাশি বিশেষ ভোগ নিবেদন করা হয় দেবতাকে। পুরোহিত এবং সেবকদের পূজোর পাশাপাশি থাকার ব্যবস্থাও সেই সময় করে দিয়েছিলেন গিরিবালা দেবী। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি এই মন্দির।
advertisement
মন্দিরে প্রতি বছর দোলপূর্ণিমা, ঝুলনযাত্রা, জন্মাষ্টমী, রাস পূর্ণিমা-সহ নানা উৎসব বিশেষভাবে পালিত হয়। জানা গিয়েছে, গিরিবালা দেবীর মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে এই মন্দির পরিচালনার দায়িত্ব দেওয়া হয় একটি ট্রাস্টকে। তারাই বর্তমানে এখনও মন্দিরের যাবতীয় কাজ সামলাচ্ছেন। শত ব্যস্ততার মাঝেও এই মন্দিরে একবার আসলে ভক্তদের শান্তি মিলবে নিশ্চিত। শান্ত পরিবেশে, ভোগ প্রসাদ খেতে চাইলে আগে থেকে কুপন কেটে সেবা নিতে পারেন ভক্তরা। ঘুরে দেখতে পারেন গঙ্গার ঘাট-সহ আশপাশও।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মিলেছে 'হেরিটেজ' তকমা, রানি রাসমণির নাত বউয়ের তৈরি এই মন্দিরের ইতিহাস জানলে চমকে যাবেন, কোথায় জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement