Purulia News : শুধু পড়াশোনা নয় এবার বিদ্যালয়ে মিলবে আত্মরক্ষার প্রশিক্ষণ , জানেন কোথায়!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
সপ্তাহে দু-দিন আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ বরাবাজারের এই বিদ্যালয়ে।
শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : বর্তমানে মেয়েদের সুরক্ষা বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে পরিবারের কাছে। তাই পড়াশোনার পাশাপাশি মেয়েরা যাতে নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল বরাবাজার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। জেলা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পরিচালনায় বেল্ট টেস্ট প্রশিক্ষণ ও ক্যারাটে ট্রেনিংয়ের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। মেয়েরা ঘর থেকে বাইরে বেরোলেই প্রত্যেক মা-বাবার চিন্তা থেকেই যায়, সুস্থভাবে মেয়ে বাড়ি ফিরে আসবে তো। সেই চিন্তার থেকে মুক্তি পেতে প্রত্যেক মেয়ের প্রয়োজন ক্যারাটে শেখা। এতে আত্মরক্ষার পাশাপাশি শরীর চর্চাও হয়।
এ বিষয়ে পুরুলিয়া জেলা ক্যারাটে ডু এসোসিয়েশনের সম্পাদক ধনঞ্জয় প্রামানিক বলেন, ক্যারাটে হচ্ছে নিজেকে আত্মরক্ষার একটি কৌশল। মেয়েরা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে, সেই কারণে প্রতিটি মেয়ের ক্যারাটে শেখা প্রয়োজন। আগের তুলনায় বর্তমানে ক্যারাটের চাহিদা বেড়েছে। তিনি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে এই প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণ নিয়ে ছেলে-মেয়েরা পাঞ্জাব, দিল্লি, সহ বিভিন্ন রাজ্যে গিয়ে স্টেট লেভেল পর্যন্ত নিজেদের প্রতিভাকে উপস্থাপিত করেছেন।
advertisement
advertisement
এ বিষয়ে এক ছাত্রী বর্ষা কালিন্দী বলেন , পড়াশোনার পাশাপাশি তিনি ক্যারাটে প্রশিক্ষণ নেন। এতে অনেকটাই আত্মনির্ভরতা বেড়েছে তার। শরীরও সুস্থ রাখা যায় এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে।
পড়ুয়ারা শুধু পড়াশোনা নয় আত্মরক্ষারও প্রশিক্ষণ নিতে পারবে। প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার এই প্রশিক্ষণ চলে বরাবাজার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। এতে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারছেন অভিভাবকেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 8:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : শুধু পড়াশোনা নয় এবার বিদ্যালয়ে মিলবে আত্মরক্ষার প্রশিক্ষণ , জানেন কোথায়!