West Medinipur News: এককালে জেলাশাসক ভবন আজ জরাজীর্ণ, নেপথ্যে করুণ ইতিহাস, জানুন

Last Updated:

এই ভবনেই থাকতেন বার্জ, থেকেছেন একাধিক জেলা শাসক। পরিচালনা করতেন প্রশাসনের কাজ। জানুন এই পরিত্যাক্ত ভবনের ইতিহাস।

+
পরিত্যক্ত

পরিত্যক্ত বাড়ি

পশ্চিম মেদিনীপুর: স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অন্যতম নাম মেদিনীপুর। ব্রিটিশ হটাতে একসময় বহু তরুণ তরুণী অংশ নিয়েছিল স্বাধীনতা আন্দোলনে। বাংলার এই জেলা ভয় ধরিয়েছিল ব্রিটিশ শাসকদের। জেলার ক্ষুদিরাম, অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্তের মত বিপ্লবীরা, কুখ্যাত ব্রিটিশ শাসকদের কাছে হয়ে উঠেছিলেন ত্রাস। তবে এই মেদিনীপুর বহন করে চলেছে এককালের ইতিহাসকে। বেশ কয়েক’শ বছরে এই শহর ধারাবাহিকতা বজায় রেখেছে নানা ইতিহাসের। এই মেদিনীপুর শহরে রয়েছে ব্রিটিশদের তৈরি একাধিক ভবন। বেশ কিছু ভবন ভগ্নদশায় থাকলেও তা প্রকাশ করে এককালের ইতিহাসকে। দেওয়ালের প্রতিটি ইঁটে লেগে রয়েছে আন্দোলনের নানা কথা।
ভগ্ন ব্রিটিশ আবাসনে কান পাতলে শোনা যায়, অত্যাচারের নানা গুঞ্জন। মেদিনীপুর শহরে রয়েছে বার্জ টাউন।স্বাধীনতার পরবর্তী সময়ে এই বার্জ টাউনের নাম নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ থাকলেও এই বার্জ টাউনে থাকা আবাসন বয়ে চলে ইতিহাস। মেদিনীপুর শাসন করবার জন্য যেই জেলাশাসক মেদিনীপুরে আসতেন তার বাংলো হিসেবে ছিল, এই ভগ্নপ্রায় আবাসনটি। অঘোষিতভাবে এখান থেকেই জেলা পরিচালনার একাধিক পদক্ষেপ গ্রহণ করা হত। স্বাভাবিকভাবে এটাই হয়ে উঠেছিল জেলা কালেক্টর এর অফিস, এমনই মত ইতিহাসবিদদের। তবে কালের নিয়মে ব্রিটিশদের তৈরি এই আবাসন আজ ধ্বংসের মুখে। চারিদিকে ভরে গিয়েছে আগাছায়, বেশ কিছু অংশ ভাঙতেও শুরু করেছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
তবে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই ইমারত। প্রসঙ্গত, বাংলা, বিহার ও ওড়িশায় প্রভাব প্রতিপত্তি বিস্তারের পর মেদিনীপুরে প্রশাসনিক মূল ঘাঁটি স্থাপন করেছিল ব্রিটিশ শাসকেরা। সেখানেই রয়েছে একাধিক আবাসন।
বার্জ ছিলেন ব্রিটিশ ভারতে মেদিনীপুরে আসা এক জেলাশাসক। যিনি মেদিনীপুরের মানুষের উপর অত্যাচার চালিয়েছেন। তবে ১৯৩৩ সালের সেপ্টেম্বরে অনাথ বন্ধু পাঁজা এবং মৃগেন্দ্রনাথ দত্ত অত্যাচারী জেলাশাসক বার্জকে হত্যা করে। তবে মৃত্যুর আগে বার্জটাউনে থাকা এই আবাসনে থাকতেন বার্জ। এখান থেকেই পরিচালিত করতেন সমস্ত প্রশাসনিক কাজ। অঘোষিতভাবে তার বাংলো হয়ে উঠেছিল জেলা কালেক্টর এর অফিস।
advertisement
তবে স্বাধীনতা পরবর্তী সময়ে এই আবাসন থেকে সামান্য কিছুটা দূরে গঠিত হয়েছে নবনির্মিত জেলাশাসক ভবন। বর্তমানে সেখান থেকেই জেলা প্রশাসনের একাধিক প্রশাসনিক কাজ সংঘটিত হয়। তবে এককালের ইতিহাস বহন করে চলেছে এই আবাসন। এই আবাসনের নেপথ্যে রয়েছে নানা কাহিনী। নানা অত্যাচারের ষড়যন্ত্র তৈরি হয়েছিল এই আবাসন থেকেই। বর্তমানে ঝোপঝাড়, আগাছায় ভরে গিয়েছে। স্বাভাবিকভাবে এই আবাসন শুধু একটি আবাসন নয় ইতিহাসের এক জীবন্ত দলিল।
advertisement
 রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এককালে জেলাশাসক ভবন আজ জরাজীর্ণ, নেপথ্যে করুণ ইতিহাস, জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement