Durga Puja 2024: দিনে এসডিও অফিসের কাজ, রাতে প্রতিমা তৈরি! মাতৃমূর্তি গড়েই আনন্দ ডায়মন্ডহারবারের গোকুলের
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
প্রতিদিন অফিস টাইমে গোকুল কাজে যান এসডিও অফিসে। এরপর সেখান থেকে ফিরে রাতে তৈরি করেন প্রতিমা।
ডায়মন্ড হারবার: নাম গোকুল দাস। প্রতি দিন অফিস টাইমে কাজে যান এসডিও অফিসে। এর পর সেখান থেকে ফিরে রাতে তৈরি করেন প্রতিমা। এ ভাবে জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন তিনি। প্রতি দিন অফিসে কাজ করার পর বাড়িতে এসে, প্রতিমা তৈরির কাজ করেন প্রায় ১০ থেকে ১২ ঘন্টা। ডায়মন্ডহারবার মহকুমা শাসকের অফিসে পিওনের পদে কাজ করেন তিনি। অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় একবার ঠাকুর তৈরির কাজ ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কাজ ছেড়ে মানসিক শান্তি তিনি পাননি। ফলে আবারও শুরু করেন এই কাজ।
আরও পড়ুন- রণবীর প্রথম উপার্জনের টাকা এনে রেখেছিলেন নীতুর পায়ে… কত ছিল সেই অঙ্ক? জানলে চমকে যাবেন
চাকরি পেলেও ভুলে যাননি পুরনো পেশাকে। বাপ-ঠাকুরদার পেশা আজও বাঁচিয়ে রেখেছেন অজানা এক তাগিদ থেকে। সকালে ডায়মন্ডহারবারে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরে প্রতিমা নির্মাণের কাজে নেমে পড়েন তিনি। ছোট মেয়ে খুকুমণি দাস ও স্ত্রী মিঠুরানি দাস গোকুলবাবুর কাজে সাহায্য করেন।গোকুলবাবুর হাতের কাজ সুন্দর। এ বছর তিনি তৈরি করছেন ৫ টি ঠাকুর। এছাড়াও রয়েছে থিমের কাজ। বর্তমানে তাঁর সঙ্গে আরও ঠাকুর তৈরির জন্য একাধিক মৃৎশিল্পী রেখেছেন। তাদের মধ্যে একজন প্রণব চিত্রকর জানিয়েছেন, ঠাকুর তৈরির ব্যাপারে মূল কাজ করেন গোকুলবাবু। বাকিরা অন্যান্য কাজ করেন। দীর্ঘদিন ধরে তাঁরা গোকুলবাবুকে এই কাজ করতে দেখছেন।
advertisement
আরও পড়ুন- MBBS পড়ার স্বপ্ন? কোন দেশ থেকে ডিগ্রি নিলে মাইনে হবে ২ কোটি টাকা? ভীষণ সহজ!
এ নিয়ে মৃৎশিল্পী গোকুল হালদারও জানিয়েছেন, “মায়ের কাজে আনন্দ বেশি। পরিশ্রম হলেও ক্লান্তি আসে না শরীরে।” এভাবেই রোজ কাজ করে চলেছেন গোকুলবাবু। তাঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: দিনে এসডিও অফিসের কাজ, রাতে প্রতিমা তৈরি! মাতৃমূর্তি গড়েই আনন্দ ডায়মন্ডহারবারের গোকুলের