Bangla Video: নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে আকাশ ছোঁয়া প্রযুক্তি, জানলে অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bangla Video: বাঁকুড়ার এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে রয়েছে নজর কাড়া সব প্রযুক্তি। দেখলে অবাক হবেন
বাঁকুড়া: ছোট্ট খুদের হাতে রয়েছে একটি সাদা কার্ড। সেই কার্ড স্কুলে ঢুকে একটি মেশিনের সামনে ধরছে সেই ক্ষুদে ছাত্র। সঙ্গে সঙ্গে তার হাজিরা হয়ে যাচ্ছে দু সেকেন্ডে। এমন প্রযুক্তি এবার বাঁকুড়ার বিদ্যালয়ে। বাঁকুড়ার একটি সরকারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,অর্থাৎ প্রি প্রাইমারি, যেখানে ছোট ছোট শিশুদের তাদের শিক্ষাজীবনের ভিত্তি প্রস্তর স্থাপন হয়। সেই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বসেছে স্বয়ংক্রিয় হাজিরা সিস্টেম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্তের মস্তিষ্কপ্রসূত এই ‘অটোমেটিক অথেন্টিকেশন সিস্টেম।
এই প্রযুক্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা একটি কার্ড স্ক্যান করলেই তাদের বাবা মায়ের কাছে মোবাইলে পৌঁছে যাবে মেসেজ। আবার ছুটির সময় কার্ড স্ক্যান করলে মাত্র ২ সেকেন্ডের মধ্যেই বাবা-মার কাছে পৌঁছে যাচ্ছে ছুটির মেসেজ। দূরে যারা থাকেন, তাদেরকেউপলক্ষ করে এই পরিষেবা। এবং এই স্বয়ংক্রিয় হাজিরার সাহায্যে বেঁচে যাচ্ছে নাম প্রেজেন্ট এর সময়ও। ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়।
advertisement
advertisement
এই মেশিনে ক্যাপাসিটি প্রায় ২০০ জনের মত। ২০০ জন ছাত্রছাত্রীর তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবে কার্যকলাপ চালাতে পারে মেশিনটি। শুধুমাত্র হাজিরা বা ছুটির সময়ই নয়। জন্মদিনের দিনও একটি ছোট্ট শুভেচ্ছা মেসেজ পৌঁছে যাবে বাবা মায়ের ফোনে। ইতিমধ্যেই বাঁকুড়া শহরের এই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, ডিজিটালাইজেশনের পথে অগ্রসর হয়েছে। রয়েছে ডিজিটাল ঘণ্টা! রয়েছে কিউআর কোড স্ক্যান করে পিডিএফ এ সব ধরনের টেক্সবুক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্ত জানান,\”ছাত্র-ছাত্রীদের প্রযুক্তির সঙ্গে সাবলিল করে তুলতে এমন উদ্যোগ নিয়েছি। সঙ্গে বাবা মারা যথেষ্ট নিশ্চিন্ত থাকতে পারছেন। যে ছাত্রছাত্রীরা দূর থেকে আসেন, এখন তাদের জন্যই এই ব্যবস্থা।
advertisement
বেস্ট প্রযুক্তিগত দিক থেকে পরিচ্ছন্ন একটি পরিবেশ তৈরি করতে পারলে, ছাত্র-ছাত্রীরাও বেশ আগ্রহী হবেবলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। সেই কারণেই তাদের নিরাপত্তার কথা আগামচিন্তা ভাবনা করে, কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এই স্বয়ংক্রিয় হাজিরা নজর কেড়েছে নেটিজেনদের।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে আকাশ ছোঁয়া প্রযুক্তি, জানলে অবাক হবেন