Bike theft: পুলিশ অফিসারের বাইক নিয়ে নিমেষে উধাও, চোরের দুঃসাহসে হতবাক উলুবেড়িয়া! আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

পুলিশ সূত্রে খবর, গতকাল সোমবার উলুবেড়িয়ার ওটি রোড়ের বাজারপাড়া ভক্তার মোড় এলাকায় রোজকার মতো যানবাহন নিয়ন্ত্রণের ডিউটি করছিলেন এএসআই সহদেব পাল।

পুলিশ অফিসারের বাইক নিয়ে পালাচ্ছে চোর, ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷
পুলিশ অফিসারের বাইক নিয়ে পালাচ্ছে চোর, ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷
সন্তু মালিক, উলুবেড়িয়া: সাধারণ মানুষের মোটরসাইকেল চুরির ঘটনা তো নিয়মিতই ঘটছে৷ কিন্তু খোদ পুলিশ অফিসারের সামনে থেকেই যদি পুলিশের মোটরসাইকেল চুরি করে পালায় চোর? এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়৷ পুলিশের লাগানো সিসিটিভি ক্যামেরায় বাইক চুরির সেই ছবি ধরাও পড়েছে৷
চোরের এমন দুঃসাহসে অবাক পুলিশকর্মীরাও৷ তবে এখনও অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ৷ চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করা সম্ভব হয়নি৷
পুলিশ সূত্রে খবর, গতকাল সোমবার উলুবেড়িয়ার ওটি রোড়ের বাজারপাড়া ভক্তার মোড় এলাকায় রোজকার মতো যানবাহন নিয়ন্ত্রণের ডিউটি করছিলেন এএসআই সহদেব পাল। পুলিশের লাগানো সিসিটিভি ক্যামেরার সামনেই রাখা ছিল ওই এএসআই-এর মোটরসাইকেল। সেই বাইক নিয়েই চম্পট দেয় এক দুষ্কৃতী৷
advertisement
advertisement
কাজের ব্যস্ততায় প্রথমে ওই এএসআই-ও বিষয়টি খেয়াল করেননি৷ হঠাৎই তিনি দেখেন তাঁর বাইক নেই৷ শুরু হয় বাইকের খোঁজ৷ সিসিটিফি ফুটেজ পরীক্ষা করার সময় বাইক চুরির বিষয়টি নজরে আসে৷
স্থানীয় বাসিন্দাদের অবশ্য অভিযোগ, উলুবেড়িয়া এলাকায় প্রায়শই সাধারণ মানুষের বাইক চুরির ঘটনা ঘটছে৷ অধিকাংশ ক্ষেত্রেই চুরি যাওয়া বাইক উদ্ধার করতে পারেনি পুলিশ৷ তার মধ্যেই খোদ ট্রাফিক পুলিশে কর্মরত একজন এএসআই-এর বাইক চুরি ঘটনায় প্রশ্ন স্থানীয়দের। উলুবেড়িয়া থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike theft: পুলিশ অফিসারের বাইক নিয়ে নিমেষে উধাও, চোরের দুঃসাহসে হতবাক উলুবেড়িয়া! আতঙ্কে স্থানীয়রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement