ইশ! একটা আইপ্যাডেই সব ফাঁস... চুরি করেই পালাচ্ছিল চোর, ধরা পড়ে গেল! কীভাবে? শুনলেই চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে বহু মূল্যবান সামগ্রী। চুরি করার কয়েকঘণ্টার মধ্যেই আইপ্যাডের জিপিএস ট্র্যাকার ধরিয়ে দিল চোরকে।
দামি গাড়ি, ল্যাপটপ, অনেকগুলি সোনার গয়না সহ ৫০ লক্ষ টাকা জিনিসপত্র চুরি করেছিল চোর। চুরি করা জিনিস নিয়ে পৌঁছে গিয়েছিল হাওড়া স্টেশনে। যদিও ট্রেনে ওঠার আগেই পুলিশের জালে ধরা পড়ে সুজিত যাদব নামে ভিন রাজ্যের ওই চোর। বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে বহু মূল্যবান সামগ্রী। চুরি করার কয়েকঘণ্টার মধ্যেই আইপ্যাডের জিপিএস ট্র্যাকার ধরিয়ে দিল চোরকে।
পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের ইউনি ওয়ার্ল্ড সিটির বাসিন্দা সৈয়দ তাজউদ্দিন ও তাঁর স্ত্রী নিউটাউনে একটি কফি শপ চালান। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি আবাসনে ফিরে দেখেন তার দামি গাড়িটি গ্যারেজে নেই। ফ্লাটে ঢুকতেই দেখেন সবকিছু তছনছ করা। আলমারি বিছানাপত্র সবকিছু ওলটপালট করা এমনকি ওয়াইফাই ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। ঘর থেকে সোনা, রুপোর গয়না ,নগদ টাকা ল্যাপটপ একটা দামি ট্রলি ব্যাগ হাতঘড়ি এবং একটি অ্যাপেলের আই পড নিয়ে পালিয়েছে চোর। তিনি দ্রুত টেকনোসিটি থানায় ফোন করেন এবং নিজের মোবাইল থেকে আইপড এর টাওয়ার লোকেশন দেখার চেষ্টা করেন। জিপিএস লোকেশনের মাধ্যমে জানতে পারেন সেটি হাওড়া স্টেশনে আছে। তখনি পুলিশদের সঙ্গে নিয়ে তাজউদ্দিন চলে যান হাওড়া স্টেশনে। সেখানেই সুজিত যাদব নামে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলে।
advertisement
পুলিশ জানিয়েছে সুজিত তিন বছর পরিচালকের কাজ করেছিলেন তাজউদ্দিনের ফ্ল্যাটে। কিছুদিন আগে তিনি কাজ ছেড়ে দেন। তাই ওই ফ্ল্যাটের সবকিছু নখদর্পণে ছিল। সম্প্রতি অন্য একটি ফ্ল্যাটে কাজ নিয়েছিলেন সেই সূত্রেই আনাগোনা ছিল ওই ফ্ল্যাটে। ধৃত ব্যক্তি জানান তিনি কয়েকদিন আগেই গাড়ি চালানো শিখেছিলেন। তাই গাড়িটি চুরি করে আবাসন থেকে কিছুদূর নিয়ে এসে নিউটাউনের রাস্তাতেই রেখে একটি ক্যাব ধরে হাওড়া স্টেশনে চলে যান। উদ্দেশ্য ছিল দিল্লি পালানোর । পুলিশ জানিয়েছে আইপডের জিপিএস লোকেশন চোরকে দ্রুত ধরতে সাহায্য করেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 1:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইশ! একটা আইপ্যাডেই সব ফাঁস... চুরি করেই পালাচ্ছিল চোর, ধরা পড়ে গেল! কীভাবে? শুনলেই চমকে যাবেন