মেলায় গিয়ে চাউমিন খেয়েছিল ওরা, তারপরেই ঘটে গেল মারাত্মক কাণ্ড! পূর্বস্থলীতে আতঙ্ক
- Published by:Rachana Majumder
Last Updated:
চাউমিন তৈরিতে শরীরের পক্ষে ক্ষতিকর কোনও সামগ্রী মেশানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
#পূর্বস্থলী: কালীপুজোর মেলায় চাউমিন খেয়েছিল অনেকেই। সেই খাবার খেয়ে বাড়ি ফেরার পরেই অসুস্থ হয়ে পড়ল শিশুরা। শারীরিক অবস্হা এতটাই খারাপ হয়েছিল যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্বস্থলীতে।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের দুবরাজপুর এলাকায় কালীপুজো উপলক্ষে চলছে মেলা। সেই মেলারই একটি ফুড স্টলের চাউমিন খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৭ শিশু। তাদের পূর্বস্থলী ২ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মেলায় খাবারের স্টল করা ওই দোকান মালিকেরও ছেলেও ওই চাউমিন খেয়ে অসুস্থ বলে অভিযোগ৷ সকলেরই পেট ব্যথা-সহ নানা উপসর্গ রয়েছে। এখনও পর্যন্ত সাত শিশু অসুস্থ৷
advertisement
পূর্বস্থলী হাসপাতালের বিএমওএইচ শুভ রায় জানান, প্রত্যেকেরই একই উপসর্গ এবং প্রত্যেকেই একটি দোকান থেকেই খাবার খেয়েছিল। এরকম সাতজন পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তারা সকলেই বিপদমুক্ত এ কথা বলা যায়৷ খাবারে বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
অসুস্হ শিশুদের অভিভাবকদের অভিযোগ, শরীরের পক্ষে ক্ষতিকর কিছু মিশে গিয়ে থাকতে পারে। বড়রা তা সামলে নিলেও শিশুদের পক্ষে তা সম্ভব হয়নি। যেসব শিশু অসুস্থ হয়েছে তারা প্রত্যেকেই একটি নির্দিষ্ট দোকান থেকে চাউমিন খেয়েছিল। তাই ওই দোকানের খাবার থেকেই এই সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে খোঁজ খবর শুরু করেছে পুলিশও। ইতিমধ্যেই ওই দোকানটি চিহ্নিত করা হয়েছে। কেন এমন ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। চাউমিন তৈরিতে শরীরের পক্ষে ক্ষতিকর কোনও সামগ্রী মেশানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেলায় গিয়ে চাউমিন খেয়েছিল ওরা, তারপরেই ঘটে গেল মারাত্মক কাণ্ড! পূর্বস্থলীতে আতঙ্ক