Bankura News: জীবন থেকে হারিয়ে গিয়েছে সুখ... ওদের কাছে পড়ে পাওয়া ১৪ আনা এই বনভোজনই

Last Updated:

বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন প্রায় ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাঁদের প্রত্যেকেরই পিছনে ফিরে দেখার কেউ নেই। কারও হাত নেই ,কারও পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না। তাঁদের নিয়ে এই আনন্দযজ্ঞ এক দৃষ্টান্ত বটে।

+
পিকনিকে

পিকনিকে নাচছেন এক বৃদ্ধ আবাসিক

বাঁকুড়া: পিকনিকে অংশগ্রহণ করলেন বাঁকুড়ার বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা।  জীবনে অনেক ঝড় ঝাপটা পার করে একে অপরের বন্ধু হয়ে কাটাচ্ছেন তাঁরা। বাঁকুড়ার ওন্দার সিনিয়র সিটিজেন হোম, অমর সেবা সংঘের দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমের একাধিক বৃদ্ধ-বৃদ্ধা জমিয়ে করলেন বনভোজন।
শুনে খুব সাধারণ মনে হলেও ওঁদের আনন্দ দেখলে চোখে জল আসবে। আশেপাশেই নাতি-নাতনির বয়সী বাচ্চারা খেলে বেড়াচ্ছে, দুচোখ ভরে সেদিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। আবার কখনও গানের তালে মেতেও উঠছেন।অমর সেবা সঙ্ঘ পরিচালিত সিনিয়র সিটিজেন হোমের সুপারিনটেনডেন্ট রামানন্দ দাস অধিকারী বলেন, “এ আমার কাছে এক বড় প্রাপ্তি। নতুনভাবে আনন্দ খুঁজে পেয়েছেন আমাদের আবাসিকরা। তাঁদের আনন্দে নাচতে দেখে এবং বাচ্চাদের সঙ্গে খেলতে দেখে প্রত্যেকের মন ভাল হয়ে গেছে। এটাই একটা ভাল বৃদ্ধাশ্রমের লক্ষ্য হওয়া উচিত।”
advertisement
বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন প্রায় ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাঁদের প্রত্যেকেরই পিছনে ফিরে দেখার কেউ নেই। কারও হাত নেই ,কারও পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না। তাঁদের নিয়ে এই আনন্দযজ্ঞ এক দৃষ্টান্ত বটে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: জীবন থেকে হারিয়ে গিয়েছে সুখ... ওদের কাছে পড়ে পাওয়া ১৪ আনা এই বনভোজনই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement