একাকী মংপু! মন খারাপে অনাড়ম্বরেই কবিগুরুকে প্রণাম জানালো মংপু
- Published by:Debalina Datta
Last Updated:
কবিগুরুর স্মৃতি বিজড়িত মংপু আজ বিষন্ন
#মংপু: আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরুর স্মৃতি বিজড়িত মংপু আজ বিষন্ন। কোভিড ১৯-এর জের। আড়ম্বর নেই কবিগুরুর জন্মজয়ন্তীতে। এর আগে কখোনো এমনটা হয়েছে কি না জানা নেই। আজকের দিনে প্রতি বছরই ভিড় উপচে পড়ত পাহাড়ের কোলে মংপুতে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হত। বিশ্বকবির কবিতা, নাচে, গানে সাড়ম্বরে পালিত হত দিনটি।
করোনার থাবায় এবারে সেই অনুষ্ঠান নেই। মন খারাপ মংপুর। বহুবার এখানে এসেছিলেন বিশ্বকবি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মংপুতে। বহু কবিতা লিখেছেন পাহাড়ের কোলে। আজ সবই স্মৃতি। রয়েছে রবীন্দ্র সংগ্রহশালাও। কবিগুরুর হাতে লেখা কবিতা, তাঁর বিছানা, আসবাবপত্র, চেয়ার সবই ঠাঁই পেয়েছে সংগ্রহশালায়। সারা বছরই দেশ-বিদেশের পর্যটকেরা ছুটে আসেন রবীন্দ্র স্মৃতি বিজরিত মংপুতে। লকডাউনের জেরে পর্যটকদের জন্যে বন্ধ হয়ে গিয়েছে মংপুর দরজা। একাই রয়েছেন ভবনের কেয়ারটেকার শিশির রাউথ।
advertisement

advertisement

মংপুতে ১২টি কবিতা কবি লিখেছিলেন বলে জানা যায়। এদিন এখানে রবীন্দ্র জয়ন্তী পালিত হল। তবে অনাড়ম্বরে। কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান হল। পড়ানো হল খাদাও। বিশ্বকবির লেখা গানও হল। এর মধ্য দিয়ে কবিগুরুকে সশ্রদ্ধ প্রণাম জানানো হল। সামাজিক দূরত্ব মেনেই হল অনুষ্ঠান। উপস্থিত সকলেই ব্যবহার করেন মাস্কও। আজ বড্ড একাকী মংপু। সমতল থেকে যাননি কোনো শিল্পী। এর আগে এমন রবীন্দ্র জন্মজয়ন্তী মংপুতে হয়েছে কিনা উত্তর নেই। এই মংপুতেই বিশ্বকবি নিজের জন্মদিন পালিত করেছিলেন। বহু স্মৃতি আখড়ে ধরে আছে মংপু। আজও সাজিয়ে তোলা হয় মংপুর রবীন্দ্র ভবন। কেয়ারটেকার শিশির রাউথ জানান, মন খারাপ লাগছে ঠিকই। কিন্তু কোভিড ১৯-এর সতর্কতা মেনে চলতে হবে। আর তাই মন খারাপ হলেও তা মানিয়ে চলতে হবে। এসছিলেন রবীন্দ্র মেমোরিয়াল ওয়েলফেয়ার সেন্টারের সদস্যরা। যোগ দিয়েছিলেন এন এইচ পি সি'র আধিকারীকেরাও। তবে একেবারেই হাতে গোনা কয়েকজন।
advertisement
Partha Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2020 5:04 PM IST