‘খুব কম সময়ের ব্যবধানে ৮টি ট্রেন’, সাঁতরাগাছি দুর্ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের বিবৃতিতে উঠে এল ভয়াবহ তথ্য

Last Updated:
#হাওড়া: দেড় ঘণ্টার মধ‍্যে আটটি ট্রেন। ট্রেন ধরার হুড়োহুড়িতে সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে মৃত‍্যু হল ২ জনের। আহত চল্লিশেরও বেশি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তি রয়েছেন আশিস সাঁতরা, কিরণ সাউ, হনুমন্ত সাউ, শিল্পা ওঁরাও, গৌরনিতাই সাহা, শেখ আক্রামূল হক, অনীশ সোম, অমরেন্দ্রনাথ দত্ত, শেখ রাহুল আমিন, অক্ষত সাউ, আর্নিয়া সাউ এবং গৌরী হেমব্রম ৷
এই ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিবৃতি পেশ করা হয় ৷ রেলের তরফ থেকে জানানো হয়েছে, ‘খুব কম সময়ের ব্যবধানে ৮টি ট্রেন ৷ ৮টি ট্রেন থাকায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ বহু যাত্রী একসঙ্গে ফুটব্রিজে ওঠায় দুর্ঘটনা ৷’
advertisement
advertisement
WhatsApp Image 2018-10-23 at 22.19.20
তখন ৬টাও বাজেনি। সাঁতরাগাছি স্টেশনে ভিড়ে ভিড়। এর মধ‍্যে কয়েকটি দূরপাল্লার। কয়েকটি লোকাল। অনেকে এক্সপ্রেস ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে ওভারব্রিজে উঠছিলেন অন‍্য ট্রেন ধরবেন বলে। অনেকের আবার দূরপাল্লা বা লোকাল ট্রেন ধরার ব‍্যস্ততা। অনেক যাত্রী দাঁড়িয়েছিলেন ফুটব্রিজে। যে প্ল‍্যাটফর্মে ট্রেন দেবে, সেই প্ল‍্যাটফর্মে নামার জন‍্য। এভাবেই সাঁতরাগাছির স্টেশনের একমাত্র ফুটব্রিজের উপর ভিড় ক্রমেই বাড়ছিল। ভিড়ের মধ‍্যেই ট্রেন ধরার হুড়োহুড়ি। রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে যায়। প্রত‍্যক্ষদর্শীদের দাবি, তখনই ফুটব্রিজের সিঁড়িতে বেশ কয়েকজন পড়ে যান। পদপিষ্ট হন যাত্রীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘খুব কম সময়ের ব্যবধানে ৮টি ট্রেন’, সাঁতরাগাছি দুর্ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের বিবৃতিতে উঠে এল ভয়াবহ তথ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement