Theatre: পাড়ার ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে ২৫০ বছরের ঐতিহ্য রক্ষা করলেন ৪ নারী! দেখুন ভিডিও
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Theatre: আজও পুজোর বিভিন্ন রীতিনীতির সঙ্গেই পাড়ার ছেলেদের অভিনীত যাত্রাপালার পরম্পরা ধরে রেখেছে।
নদিয়া: মায়ের বিসর্জনের বিষন্নতা কাটাতে এবং পরম্পরা ঐতিহ্য ধরে রাখতে নদীয়ার সর্বপ্রাচীন ডাবরে পাড়া বারোয়ারিতে এবারেও পাড়ার ছেলেদের উদ্যোগে অভিনীত হলো যাত্রাপালা। বনেদি বাড়ির বহু প্রাচীন দুর্গাপুজো, লক্ষ্য করা গেলেও সর্ব প্রাচীন বারোয়ারির উল্লেখ পাওয়া যায় হুগলি জেলার গুপ্তিপাড়ায়।
বারো ইয়ারি অর্থাৎ সকলে মিলে সমবেত উদ্যোগ হল বারোয়ারী। নদিয়ার সর্বপ্রাচীন বারোয়ারির নাম হিসাবে উঠে আসে শান্তিপুর ডাবরে পাড়া বুড়ো বারোয়ারির কথা। মূলত তন্তুজীবীর সম্প্রদায়ের মানুষজন ২৫০ বছরেরও আগে স্থাপন করেছিল তাদের বারোয়ারি। সেই সময় থেকে আজও পুজোর বিভিন্ন রীতিনীতির সঙ্গেই পাড়ার ছেলেদের অভিনীত যাত্রাপালার পরম্পরা ধরে রেখেছে।
আরও পড়ুন- দীপাবলির পরই সব তছনচ! শনির রোষে ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে কোন ৩ রাশির জীবনে?
কর্তৃপক্ষদের কাছ থেকে জানা গেছে ২৫৩ তম বর্ষে তাঁরা পুজো উদ্বোধন করিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সম্প্রচার দফতর প্রেরিত আদিবাসী নৃত্য শিল্পীর দিয়ে এরপর শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, প্রান্তিক পরিবারের বস্ত্র দান, মুমূর্ষ রোগীদের উদ্দেশ্যে রক্তদান শিবির, পাড়ার ছেলেমেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের সেফ ড্রাইভ সেভ লাইফ রেলি এবং পথনাটিকা, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনের জন্য চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির-সহ নানান সামাজিক কর্মকাণ্ডে পুজোর কটা দিন মশগুল ছিল এলাকাবাসী।
advertisement
advertisement
আরও পড়ুন- সৌমেনের পর ইস্তফা দিলেন স্ত্রী সুমনাও! কেন? ব্লক তৃণমূল সভানেত্রীর পদত্যাগ ঘিরে জল্পনা
তবে মায়ের বিসর্জনের বিষন্নতা কাটিয়ে উঠতে, বিজয়া সম্মেলনী হিসাবে, পাড়ার ছেলেদের অভিনীত যাত্রাপালা অনুষ্ঠিত হল। এলাকারই ৬৪ বছর বয়সী অসীম প্রামাণিক জানান, এক সময় তাদের পাড়ার পূর্বপুরুষদের অভিনীত যাত্রাপালা সিরাজদৌল্লা সুনাম অর্জন করেছিল সারা বাংলা জুড়ে। তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় তাঁত শিল্পের মতোই গ্রাম বাংলার এই শিল্প হারাতে বসেছে। তবে তাদের বারোয়ারি আজও সেই পরম্পরা ধরে রেখেছে।
advertisement
তিনি নিজে এই বয়সেও অভিনয় ছাড়েননি, নাট্যনির্দেশক হিসেবে এলাকার ১৬ জন জন বিভিন্ন বয়সী ব্যক্তিদের নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে, বিমল মন্ডলের লেখা অনুযায়ী যাত্রাপালা \”গায়ের বধূর মুছল সিঁদুর\” আজ থেকে প্রায় দুমাস আগে থেকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে গতকাল উপস্থাপিত হয়েছে। তবে চারজন মহিলা চরিত্রের অভিনেত্রী, সাজসজ্জা, মিউজিসিয়ান, লাইট মেকআপ আর্টিস্ট, পোশাক এসবই ভাড়া নেওয়া, তাই খরচটা অনেকটাই বেড়ে গেছে। প্রায় তিন ঘণ্টার যাত্রাপালা সন্ধ্যা আটটা থেকে শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 19, 2024 5:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Theatre: পাড়ার ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে ২৫০ বছরের ঐতিহ্য রক্ষা করলেন ৪ নারী! দেখুন ভিডিও









