South 24 Parganas News: মানবিক মুখ সিভিক ভলেন্টিয়ারের, তৎপরতায় বাঁচল তরুণীর প্রাণ!

Last Updated:

আবারও মানবিক মুখ দেখা গেল এক সিভিক ভলেন্টিয়ার। রক্তের জন্য ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল থ্যালাসেমিয়া আক্রান্ত নাবালিকা। একাধিকভাবে রক্ত জোগাড়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল পরিবার। অবশেষে মুশকিল আসান করলেন ক্যানিং থানার এক সিভিক ভলেন্টিয়ার। 

+
রক্ত

রক্ত দিচ্ছেন সিভিক ভলেন্টিয়ার 

দক্ষিণ ২৪ পরগনা: আবারও মানবিক মুখ দেখা গেল এক সিভিক ভলেন্টিয়ারের। রক্তের জন্য ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল থ্যালাসেমিয়া আক্রান্ত নাবালিকা। একাধিকভাবে রক্ত জোগাড়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল পরিবার। অবশেষে মুশকিল আসান করলেন ক্যানিং থানার এক সিভিক ভলেন্টিয়ার।
থ্যালাসেমিয়া আক্রান্ত সেই তরুণীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন ক্যানিং থানার সিভিক ভলান্টিয়ার সুরজিৎ ঘোষ। ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর দীঘিরপাড় গ্রামের বাসিন্দা বর্ষা ঘরামী দীর্ঘদিন ধরেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
advertisement
চিকিৎসকরা জানান সম্প্রতি তাঁকে ৪ ইউনিট রক্ত দিতে হবে। কিন্তু পরিবার মাত্র ১ ইউনিট রক্তই জোগাড় করতে সক্ষম হয়েছিল। এই দিকে রক্তের অভাবে কষ্ট পাচ্ছিল বর্ষা। গত কয়েকদিন ধরে ক্যানিং মহকুমা ব্লাড ব্যাঙ্ক-সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও রক্ত মেলেনি।
advertisement
ক্রমেই তাঁর শরীর খারাপ হচ্ছিল। অবশেষে এই খবর শুনে ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার সুরজিতের সঙ্গে রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তাঁকেই রক্তদানের নির্দেশ দেন আই সি ক্যানিং। তৎক্ষণাৎ ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দেন সুরজিৎ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা ব্লাড ডোনারদের একটা ডেটাবেস তৈরি করেছে। যখনই কারও রক্তের প্রয়োজন হয়, তখনই দ্রুত তাঁকে সাহায্য করার চেষ্টা করে এলাকার পুলিশ।
শুধু থানার কর্মীরা নন, এই এলাকার সাধারণ মানুষের সহযোগিতা রয়েছে এই কাজে। নাবালিকার বাড়ির লোকজন ও প্রতিবেশীরা সিভিকের এই মানবিক কাজের প্রশংসায় পঞ্চমুখ।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মানবিক মুখ সিভিক ভলেন্টিয়ারের, তৎপরতায় বাঁচল তরুণীর প্রাণ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement