চলন্ত ট্রেনেই প্রসববেদনা মহিলার, যা করলেন সহযাত্রীরা... খুশির হাওয়া মেদিনীপুরে

Last Updated:

সদ্যোজাত শিশুকন্যা এবং তার মাকে উদ্ধার করে সযত্নে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে।

মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে৷ প্রতীকী ছবি৷
মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে৷ প্রতীকী ছবি৷
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: চলন্ত ট্রেনে ভূমিষ্ঠ শিশু!মেদিনীপুর স্টেশনে রেল পুলিশের উদ্যোগে সযত্নে মা ও শিশুকে পাঠানো হল হাসপাতালে৷ আরও একবার রেলের মানবিক মুখ দেখল মানুষ৷ খুশির হওয়া মেদিনীপুর স্টেশনে।
স্থানীয় সূত্রে খবর, বিহার থেকে খড়গপুর আসছিল ইটভাটার এক শ্রমিক দম্পতি। মাঝপথে ওই শ্রমিকের স্ত্রী শোভা দেবীর ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হয়। কিন্তু ট্রেনের মধ্যে ব্যবস্থা না থাকায় অতঃপর চন্দ্রকোনা ও শালবনির মধ্যবর্তী স্থানে ট্রেনের মধ্যে থাকা অন্যান্য মহিলা যাত্রীরা নিজেরাই কাপড় ঢেকে বাচ্চা প্রসব করান চলন্ত ট্রেনে। এরপর মেদিনীপুর স্টেশনে সেই ট্রেনটি এসে পৌঁছালে মেদিনীপুরের রেল কর্মীরা অতি তৎপরতার সঙ্গে এগিয়ে আসেন। সদ্যোজাত শিশুকন্যা এবং তার মাকে উদ্ধার করে সযত্নে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে। এই ঘটনায় খুশির হাওয়া রেল কর্মীদের মধ্যে।
advertisement
আরও পড়ুন: মেসেজ আসে 'মানিক যা তা ভাবে টাকা তুলছে', চাকরি বিক্রির 'ভাগ' নিয়ে রাগ হয়েছিল পার্থর: ইডি
মাসখানেক আগেও এরকমই এক প্রসূতির প্রসব যন্ত্রণা ওঠায় তাকে মেদিনীপুর রেল স্টেশনে চত্বরে রেলের মহিলা কর্মীদের সহযোগীতায় বাচ্চা প্রসব করানো হয়৷ মা আর শিশুকে সযত্নে বাড়ি ফিরিয়ে দেন রেল কর্মীরা।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চলন্ত ট্রেনেই প্রসববেদনা মহিলার, যা করলেন সহযাত্রীরা... খুশির হাওয়া মেদিনীপুরে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement