গলা শুনেই ছাত্র-ছাত্রীদের নাম বললেন দিদিমণি, ভাইরাল শিক্ষিকা মোনালিসা

Last Updated:

South 24 pargana- গলা শুনেই নাম বললেন দিদিমণি, আর যা দেখে খুশি ছাত্র-ছাত্রীরা। এই ঘটনায় স্কুলের শিক্ষিকা মোনালিসা রায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

+
ছাত্র-ছাত্রীদের

ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষিকা 

দক্ষিণ ২৪ পরগনা: গলা শুনেই নাম বললেন দিদিমণি, আর যা দেখে খুশি ছাত্র-ছাত্রীরা। এই ঘটনায় স্কুলের শিক্ষিকা মোনালিসা রায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায় চেয়ার পেতে বসে ‘দিদিমণি’। পিছনে লাইন করে দাঁড়িয়ে বিভিন্ন ক্লাসের জনা দশেক ছেলেমেয়ে। তাঁরা কেউ বলছে ‘গুড আফটারনুন, ভাল আছেন ম্যাম!’ গলা শুনে পড়ুয়াদের নাম বলে দিচ্ছেন শিক্ষিকা। হাততালি পড়ছে চটাপট। বোঝা যাচ্ছে, স্কুলের প্রতিটি ছেলেমেয়েকে কেমন নিবিড় ভাবে চেনেন শিক্ষিকা।
আরও পড়ুন- এতদিনে ‘বড়’ হয়েছে বাংলাদেশ! রোহিতের ‘গিফট’ নিয়ে ২০০ পার, আজ লড়াই জমবে!
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মথুরাপুর ২ ব্লকের বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের। এ নিয়ে ওই শিক্ষিকা মোনালিসা রায় জানিয়েছেন, স্কুলের ছেলেমেয়েরা আমার সন্তানের মতো। ক্লাস করানোর পাশাপাশি ওদের সঙ্গে গল্প করি। মনোযোগ দিয়ে ওদের কথা শুনি। তাই পিছন থেকে গলার স্বর শুনেও চিনতে পারি ওদের। এই ঘটনাটি খেলার ছলে পড়ুয়াদের সঙ্গে শিক্ষিকার আন্তরিক সম্পর্কের দিকটি নজর কেড়েছে শিক্ষা আধিকারিকদেরও।
advertisement
advertisement
স্কুলটি যে ভাবে পরিচালিত হচ্ছে, তা প্রশংসনীয়। স্কুলছুটের সংখ্যা কমাতে এই প্রবণতা আটকাতে বকুলতলা প্রাথমিক বিদ্যালয় এগিয়ে। আর যার ফলে খুশি অভিভাবক থেকে ছাত্র-ছাত্রী সকলেই।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গলা শুনেই ছাত্র-ছাত্রীদের নাম বললেন দিদিমণি, ভাইরাল শিক্ষিকা মোনালিসা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement