Bangla News: বীরভূমে হুলুস্থুল কাণ্ড...! রাস্তার উপর কিলবিল করছে মাছ, জাল নিয়ে ছুটে এসেছেন মানুষজন, কারণটা কী?

Last Updated:

Bangla News: পুকুর নদী কিংবা সমুদ্র নয় এবার মাছ ধরার হিড়িক উঠল পিচের তৈরি রাস্তায়! প্রবল বৃষ্টিতে রাস্তায় উঠে এসেছে মাছ, খয়রাশোলে জলমগ্ন পুরো একটি গ্রাম, দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

+
রাস্তায়

রাস্তায় মাছ

বীরভূম: পুকুর নদী কিংবা সমুদ্র নয় এবার মাছ ধরার হিড়িক উঠল পিচের তৈরি রাস্তায়! প্রবল বৃষ্টিতে রাস্তায় উঠে এসেছে মাছ, খয়রাশোলে জলমগ্ন পুরো একটি গ্রাম, দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। পরপর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বীরভূম জেলার একাধিক গ্রামাঞ্চল।
ঠিক সেই সময় খয়রাশোল ব্লকের বাবুইজোড় বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেল এক অভিনব চিত্র, পিচ রাস্তার উপর মাছ ধরছে এলাকার মানুষ। প্রবল বর্ষণে পুকুরের জল উপচে রাস্তার উপর উঠে এসেছে, সঙ্গে ভেসে এসেছে একাধিক মাছও।
advertisement
advertisement
সেই মাছ ধরতেই নেমে পড়েছেন গ্রামবাসীরা কেউ জাল ফেলে, কেউ আবার খালি প্লাস্টিক জলের বোতলে। আট থেকে আশি, সব বয়সের মানুষের মধ্যেই মাছ ধরার হিড়িক দেখা যায়। কেউ থলিতে, কেউ প্লাস্টিকের টবে মাছ ভরছেন যেন উৎসবের মেজাজ এই বৃষ্টির দিনে রাস্তায়।
advertisement
তবে এই দৃশ্য যতটা আনন্দের, বাস্তব ছবিটা ততটাই ভয়াবহ। গ্রামে গ্রামে বহু রাস্তা এখন জলের তলায়। হাঁটু জল মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। পিচ ও কাঁচা রাস্তায় চলাফেরা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এই অবস্থায় প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা ও সড়ক সংস্কার না হলে সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন তারা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বীরভূমে হুলুস্থুল কাণ্ড...! রাস্তার উপর কিলবিল করছে মাছ, জাল নিয়ে ছুটে এসেছেন মানুষজন, কারণটা কী?
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement