Human Interest: ১৪ বছরের ছেলের মৃত্যুর পরে যা করলেন বাবা-মা! অবাক হয়ে দেখলেন সকলে
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
সুজয় এ পৃথিবীতে থাকলো না ঠিকই তবে তার মৃত্যুর পরেও এ দুটি কর্নিয়া দিয়ে দুজন দৃষ্টিহীন মানুষ দেখবে পৃথিবীর আলো
শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে কর্নিয়া প্রদানে সৃষ্টি হল আরও এক ইতিহাস। সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ১৪ বছর বয়সী সুজয়ের মৃত্যুর পর পরিবারের সিদ্ধান্তে এই পৃথিবীর আলো দেখল দুজন দৃষ্টিহীন মানুষ। যে সময়ে তার মাঠে খেলা করার কথা, যে সময়ে পিঠে ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময়ে অন্যের কাঁধে চেপে অন্তিম যাত্রা সুজয়ের। শান্তিপুর ৩ নং রেলগেট এলাকার রাইটার পাড়ার বাসিন্দা মাত্র ১৪ বছর বয়সী সুজয় কর্মকার মৃত্যুর কোলে ঢোলে পড়ে। স্থানীয় বিশেষভাবে সক্ষম ব্যক্তি সনাতন প্রামাণিকের যোগাযোগে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর যতন সরকার ও বর্তমান কাউন্সিলর প্রভাত বিশ্বাসের প্রচেষ্টায় শান্তিপুর মরমী তার পরিবারের স্বইচ্ছায় একজোড়া কর্নিয়া সংগ্রহ করে।
আরও পড়ুনঃ খেলতে গিয়ে মর্মান্তিক ঘটনা! চাদরের দোলনাতে গলায় ফাঁস লেগে মৃত্যু ৯ বছরের মেয়ের
কর্নিয়া সংগ্রহের সংগঠন মরমীর শাখা হিসাবে কর্নিয়া সংগ্রহ করতে আসা অজয় দে আই কালেকশন সেন্টারের টেকনিশিয়ান রঘুনাথ কর্মকার, তারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এটা তাদের ১৩৮ তম সংগ্রহ, তবে এর আগে এত ছোট বয়সীকারোর মৃত্যুতে কর্নিয়া সংগৃহীত হয়নি। সুজয় এ পৃথিবীতে থাকলনা ঠিকই তবে তার মৃত্যুর পরেও এ দুটি কর্নিয়া দিয়ে দুজন দৃষ্টিহীন মানুষ দেখবে পৃথিবীর আলো।
advertisement
advertisement
মৃতের পিতা সুফল কর্মকার পেশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। অত্যন্ত অভাবী পরিবারের সন্তান বিয়োগে যে সময়ে কান্নায় লুটিয়ে পড়ার কথা সেই সময়ে চোখের জল কোনও রকমে সামলে নিয়ে জানালেন, \”আমার ছেলেকে তো ধরে রাখতে পারলাম না, ছেলেরদ্বারা অন্য কেউ পৃথিবীর রূপ দেখুক এতেই আমাদের অনাবিল আনন্দ। তাই মরণোত্তর চক্ষু দান করার প্রস্তাব পেয়ে তা আমরা সাদরে গ্রহণ করলাম।\” স্বাভাবিকভাবেই ছেলের মৃত্যুর পর বাবা-মায়ের এই মহান উদ্যোগে খুশি পরিবারসহ পাড়া-প্রতিবেশী সকলেই।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2023 6:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Human Interest: ১৪ বছরের ছেলের মৃত্যুর পরে যা করলেন বাবা-মা! অবাক হয়ে দেখলেন সকলে







