রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হুগলির একমাত্র বৌদ্ধ মন্দির

Last Updated:

হুগলি জেলার একমাত্র বৌদ্ধ মন্দির পুরশুরার দেউলিপাড়ায় ৷ এলাকায় প্রায় ৫০০ পরিবারের বসবাস, আনুমানিক এক লক্ষ আশি হাজার মানুষের বাস ৷ রক্ষণাবেক্ষণের অভাবে সেই মন্দির নষ্টের দিকে যাচ্ছে ৷ এলাকার এক সমাজসেবী তারকনাথ বাইরির উদ্যোগে ১৯৮৫ সালে গড়ে ওঠে এই মন্দির ৷ স্বয়ং দালাই লামা এই মন্দির উদ্ধোধন করেছিলেন ৷

#পুরশুরা: হুগলি জেলার একমাত্র বৌদ্ধ মন্দির পুরশুরার দেউলিপাড়ায় ৷ এলাকায় প্রায় ৫০০ পরিবারের বসবাস, (আনুমানিক ১,৮০,০০০মানুষ)  ৷ রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দির নষ্টের দিকে যাচ্ছে ৷ এলাকার এক সমাজসেবী তারকনাথ বাইরির উদ্যোগে ১৯৮৫ সালে গড়ে ওঠে এই মন্দির ৷ স্বয়ং দালাই লামা এই মন্দির উদ্ধোধন করেছিলেন ৷
এলাকাবাসীরা বহুদিন ধরেই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন ৷  মন্দিরের ভিতরের শিল্পকলা দেখার জন্য বহুদূর থেকে মানুষেরা আসেন ৷ বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও অন্য মানুষের সমাগমও চোখে পড়ার মতো ৷ এই মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য রচনার পীঠস্থান হয়েছে ৷
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই মন্দির তাঁদের কাছে গর্বের ৷ পুরশুরার  আশেপাশের গ্রাম থেকেও মানুষের সমাগম লেগেই থাকে ৷ নতুন প্রজন্মের কাছে এই মন্দিরের গুরুত্ব ধরে রাখতেই মন্দিরের রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হুগলির একমাত্র বৌদ্ধ মন্দির
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement