South 24 Parganas News: সুন্দরবনে বাঘের মত বাড়ছে কুমিরও! গণনায় খোঁজ মিলেছে ১৬৮ জনের

Last Updated:

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা। কুমির গননায় দেখা গিয়েছে কুমিরের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮। তবে বনদফতরের দাবি কুমিরের আসল সংখ্যা আরও বেশি হবে।

সুন্দরবনের কুমির 
সুন্দরবনের কুমির 
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা। কুমির গননায় দেখা গিয়েছে কুমিরের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮। তবে বনদফতরের দাবি কুমিরের আসল সংখ্যা আরো বেশি হবে। এবার সুন্দরবনের ডাঙায় বাঘের মত জলে কুমিরও বেড়েছে। ১২ বছর পর এবছর হয়েছিল এই কুমির গণনা। সেই গননা থেকে এই তথ্য এসেছে।
গণনা থেকে সুন্দরবনের কুমিরের চরিত্র, বাসস্থান, খাদ্য তালিকা সহ অনেকগুলি বিষয় বিশ্লেষণের কাজ করা হচ্ছে। বনদফতর সূত্রের খবর, গত কুমির সুমারিতে ভারতীয় সুন্দরবনে ১৪১টি কুমিরের উপস্থিতি জানা গিয়েছিল। তবে একেবারে ছোট কুমিরকে গণনা থেকে বাদ দেওয়া হয়েছিল সেবার।এবার বেশ খানিকটা বেড়েছে কুমিরের সেই সংখ্যা। এবার সংখ্যাটা হয়েছে ১৬৮।
advertisement
advertisement
এ নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, সুন্দরবনের ৪২০০ কিলোমিটার এলাকা জুড়েই এই গণনার কাজ করা হয়েছে।সরাসরি দেখে ও এলাকায় কুমিরের উপস্থিতি অনুভব করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। ২০১২ সালের পরে এই গণনার কাজ করা হয়েছে, ৩১ টি দল তিন দিন ধরে এই কাজ করেছিল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এবার ২২ টি দল এই কাজে অংশগ্রহণ করেছে। সুন্দরবনে কুমিরের সংখ্যা বাড়ায় খুশি সব পক্ষই।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনে বাঘের মত বাড়ছে কুমিরও! গণনায় খোঁজ মিলেছে ১৬৮ জনের
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement