South 24 Parganas News: সুন্দরবনে বাঘের মত বাড়ছে কুমিরও! গণনায় খোঁজ মিলেছে ১৬৮ জনের
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা। কুমির গননায় দেখা গিয়েছে কুমিরের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮। তবে বনদফতরের দাবি কুমিরের আসল সংখ্যা আরও বেশি হবে।
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা। কুমির গননায় দেখা গিয়েছে কুমিরের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮। তবে বনদফতরের দাবি কুমিরের আসল সংখ্যা আরো বেশি হবে। এবার সুন্দরবনের ডাঙায় বাঘের মত জলে কুমিরও বেড়েছে। ১২ বছর পর এবছর হয়েছিল এই কুমির গণনা। সেই গননা থেকে এই তথ্য এসেছে।
গণনা থেকে সুন্দরবনের কুমিরের চরিত্র, বাসস্থান, খাদ্য তালিকা সহ অনেকগুলি বিষয় বিশ্লেষণের কাজ করা হচ্ছে। বনদফতর সূত্রের খবর, গত কুমির সুমারিতে ভারতীয় সুন্দরবনে ১৪১টি কুমিরের উপস্থিতি জানা গিয়েছিল। তবে একেবারে ছোট কুমিরকে গণনা থেকে বাদ দেওয়া হয়েছিল সেবার।এবার বেশ খানিকটা বেড়েছে কুমিরের সেই সংখ্যা। এবার সংখ্যাটা হয়েছে ১৬৮।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের আগে মথুরাপুরে বিরল দৃশ্য! নবীন-প্রবীণ স্বাক্ষাতে আবেগঘন পরিস্থিতি, যা ঘটল অবিশ্বাস্য
এ নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, সুন্দরবনের ৪২০০ কিলোমিটার এলাকা জুড়েই এই গণনার কাজ করা হয়েছে।সরাসরি দেখে ও এলাকায় কুমিরের উপস্থিতি অনুভব করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। ২০১২ সালের পরে এই গণনার কাজ করা হয়েছে, ৩১ টি দল তিন দিন ধরে এই কাজ করেছিল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এবার ২২ টি দল এই কাজে অংশগ্রহণ করেছে। সুন্দরবনে কুমিরের সংখ্যা বাড়ায় খুশি সব পক্ষই।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 11:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনে বাঘের মত বাড়ছে কুমিরও! গণনায় খোঁজ মিলেছে ১৬৮ জনের