#বসিরহাট: বার বার রাজনৈতিক সংঘর্ষ। আর তার জেরেই বন্ধ ইন্টারনেট পরিষেবা। প্লেন বা ট্রেনের টিকিট বুকিং, স্কুল,কলেজে ভরতির আবেদন বা জরুরি কোনও ইমেল, কিছুই করতে পারছেন না বসিরহাটের সাধারণ মানুষ। আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন প্রায় অচল।
মোবাইল রিচার্জ, বিদ্যুৎের বিল পেমেন্ট, স্কুল,কলেজে ভরতির আবেদন বা বিনোদন সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর। কিন্তু সেই ইন্টারনেট পরিষেবাই যদি বন্ধ হয়ে যায়? কখনও সন্দেশখালির সংঘর্ষ, কখনও বা ভাটপাড়ায় অশান্তি। প্ররোচনা বা গুজব রুখতে গোটা এলাকায় বন্ধ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। আর তার জেরেই চরম সমস্যায় বসিরহাটের মানুষ।
ইন্টারনেট নেই। সাইবার ক্যাফেগুলোর ব্যবসাও শিকেয় উঠেছে। ইন্টারনেট বন্ধ না করে প্রশাসনের কাছে বিকল্প ব্যবস্থার আবেদন বসিরহাটের মানুষের। ইন্টারনেট বন্ধ রাখায় বন্ধ হয়ে যাচ্ছে বহু কাজ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Internet, Internet service