#EgiyeBangla: প্রশাসনের উদ্যোগে পথচলা শুরু করেছে স্যানিটারি ন্যাপকিন উড়ান
Last Updated:
#পুরুলিয়া: একদিকে কিশোরীদের স্বাস্থ্য সচেতন করার উদ্যোগ। আরেকদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর হওয়ার সাধ। পুরুিলয়ার বিভিন্ন ব্লকে জেলা প্রশাসনের উদ্যোগে পথচলা শুরু করেছে স্যানিটারি ন্যাপকিন উড়ান। ন্যাপকিন তৈরি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই। হরিমতী গার্লস হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে উড়ান।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করছেন স্যানিটারি ন্যাপকিন। নাম উড়ান। পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ব্লকে ব্লকে উড়ান উড়ছে। কিশোরী বা মহিলাদের ঋতুকালীন সময়ে স্বাস্থ্য সচেতন করতে উদ্যোগী প্রশাসন। কাপড় নয়, বরং স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি মিলতে পারে। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। তাই স্কুল স্তর থেকেই সচেতন করতে স্কুলে স্কুলে প্রচার চালানো হচ্ছে। হুটমুড়া হরিমতী গার্লস হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেেছ উড়ান। কিশোরীরা নিজেরা সচেতন হওয়ার সঙ্গেই গ্রামে গ্রামে মহিলাদের সচেতনও করছে।
advertisement
বাজার চলতি ন্যাপকিনগুলির দাম বেশি হওয়ায় কিনতে পারেন না অনেকেই। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ন্যাপকিনের দাম অনেকটাই কম। দু'টি ন্যাপকিনের দাম রাখা হয়েছে মাত্র পাঁচ টাকা। তাই গ্রামাঞ্চলের মহিলাদেরও কিনতে সমস্যা হবে না। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই স্কুলে স্কুলে গিয়ে বিক্রি করছেন। তাঁরা যেমন স্বনির্ভর হচ্ছেন, তেমনই কিশোরীরাও নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছে।
advertisement
advertisement
সরকারি সহায়তায় স্কুলে স্কুলে ডানা মেলেছে উড়ান। কিশোরীদের ঋতুকালীন সময়ে রোগভোগের আশঙ্কা কেটেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও আর্থিক সাবলম্বী হয়েছেন। উড়ান দেখিয়েছে স্বনির্ভরতার স্বপ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 02, 2018 10:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: প্রশাসনের উদ্যোগে পথচলা শুরু করেছে স্যানিটারি ন্যাপকিন উড়ান