South 24 Parganas News: রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিন! পাইলট প্রজেক্টের কাজ শুরু বিষ্ণুপুরে
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিনের উপর পাইলট প্রজেক্টের কাজ হবে ডায়মন্ডে হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ নং ব্লকে। এই খবর নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ২ নং ব্লকের বিএমওএইচ অরিত্র পাল।
ডায়মন্ডহারবার: রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিনের উপর পাইলট প্রজেক্টের কাজ হবে ডায়মন্ডে হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ নং ব্লকে। এই খবর নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ২ নং ব্লকের বিএমওএইচ অরিত্র পাল।
এই ভ্যাকসিন নিয়ে সমস্ত রকম প্রশ্ন দূর করতে এবং সমাজের সর্বস্তরের ব্যক্তিদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের পর প্রাথমিকভাবে জানা গিয়েছে এই পাইলট প্রজেক্টের মাধ্যমে ৩০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
advertisement
advertisement
কলেরা একটি জলবাহিত রোগ, বর্ষাকালে জমা জল ও নোংরা জল থেকে এর প্রকোপ বাড়তে পারে। রাজ্যের মধ্যে প্রথম বিষ্ণুপুর ২ নম্বর ব্লকে দেওয়া হবে কলেরার ভ্যাকসিন। বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বাখরাহাট, নহাজারি এবং খাগড়ামুড়ি এই তিনটি পঞ্চায়েত এলাকায় দেওয়া হবে ভ্যাকসিন।
advertisement
এটি একটি ওরাল ভ্যাকসিন। সম্পূর্ণ মৃত জীবানু দিয়ে তৈরি এই ভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভ্যাকসিন নিয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আইসিএমআর-এর প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ, বিএমওএইচ, সাতগাছিয়ার বিধায়ক মোহন চন্দ্র নস্কর-সহ আরও অন্যান্য ব্যক্তিরা। এই ভ্যাকসিন নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সকলের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 4:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিন! পাইলট প্রজেক্টের কাজ শুরু বিষ্ণুপুরে