Bangla Video: জিতাষ্টমীতে মেতে উঠবে গোটা মানভুম, চলছে টুকি ও ডালা তৈরির প্রস্তুতি

Last Updated:

Bangla Video: প্লাস্টিকের সামগ্রির চাহিদা বাড়ায় দাম মিলছে না বাঁশের তৈরি টুকি ও ডালার , সরকারি সহযোগিতার আশায় শিল্পীরা

+
টুকি

টুকি ও ডালা 

পুরুলিয়া : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দোরগোড়ায় জিতাঅষ্টমী। সেই উপলক্ষে মেতে উঠবে গোটা মানভুম। এই পুজোয় বাঁশের তৈরি টুকি ও ডালার যথেষ্ট চাহিদা থাকে। আর এই টুকি ও ডালা তৈরি করতে ব্যস্ত ঝালদা ও বুরদা কালিন্দির পরিবার গুলি।
এই সময় বাড়তি রোজগারের আশায় বাঘমুন্ডি থানার বুড়দা কালিমাটি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কালিন্দী পরিবার ও ঝালদা থানার দঁড়দা , মারু, তোরাং সহ বেশ কয়েকটি গ্রামেরও কালিন্দী পরিবার বাঁশের টুকি ডালা তৈরিতে করে থাকেন।
advertisement
এ বিষয়ে শিল্পীরা বলেন , বুড়দা কালিমাটি অঞ্চলের কুচি গ্রামের প্রায় কয়েকটি বেশ পরিবার বর্তমানে বাঁশ দিয়ে এই পুজোর সামগ্রী তৈরিকরি। সামনেই জিতাষ্টমী পুজা। এই পুজাতে টুকি ও ডালা বেশি বিক্রি হয়। তাই বাড়তি উপার্জনের আশায় এগুলো বানাচ্ছি। যদিও বাঁশের যা দাম ও একটি টুকি তৈরিকরতে যা সময় লাগে সেই মতো দাম পাওয়া যায়না। প্লাস্টিকের আসবাব পত্র আসায় বাঁশের তৈরী সামগ্রীর কদর কমেছে। তবুও কিছুটা আশা নিয়ে এগুলো বানাচ্ছি। সরকারের কাছে আবেদন এই শিল্প কে বাঁচাতে ও আমাদের মতো শিল্পীদের কথা ভেবে আমাদেরও শিল্পী ভাতা দিক। তাহলে সংসার চালাতে তাদের সহযোগিতা হত।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: জিতাষ্টমীতে মেতে উঠবে গোটা মানভুম, চলছে টুকি ও ডালা তৈরির প্রস্তুতি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement