কোন খাবারে ভেজাল? পথনাটিকায় বাজারজাত খাদ্য দ্রব্য সম্পর্কে সচেতন করছে জেলা স্বাস্থ্য দফতর
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Rahi Haldar
Last Updated:
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা বিভাগ চুঁচুড়ায় পথনাটিকার মাধ্যমে খাদ্য ভেজাল সম্পর্কে সচেতন করল. ডাঃ দেবজানি বসু মল্লিক জানান, পুষ্টিকর খাবার ও অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য.
হুগলি: কোন খাবারের মধ্যে ভেজাল রয়েছে, দোকান থেকে কিনে খাওয়া সব খাবার কীশরীরের জন্য ভাল! কীখাবার খেলে কোন কোন শরীর খারাপ হতে পারে ! দোকানে প্যাকেট যত খাবার তার গুণগত মান কেমন এবং তা খেলে শরীরের কীপ্রভাব পড়বে এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। চুঁচুড়ার রাস্তায় পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করলেন খাদ্য দফতরের আধিকারিকরা।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের খাদ্য সুরক্ষা বিভাগ এফ এস এস এ আই এর উদ্যোগে পথনাটকের মাধ্যমে সচেতনতার প্রচার। দোকান থেকে রান্না করা খাবার বা প্যাকেট জাতীয় খাদ্য দ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে কি কি বিষয়ে সচেতন হতে হবে, না হলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে সাধারণ মানুষকে, এই বিষয়ের উপর পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি দফতরের শিল্পীরা সুচারুভাবে ভাবে পথচলতি মানুষের মধ্যে খাদ্য বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরেন।
advertisement
advertisement
বেশিরভাগ সাধারণ মানুষই খাদ্যদ্রব্য কেনার আগেই তার গুনমান যাচাই করেন না, যার সুযোগ নির্ণয়ের খাদ্যের ভেজাল ও নকল প্যাকেট জাত দ্রব্য তৈরির কারবারিরা তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর খাদ্য সুরক্ষা বিভাগ এফ এস এস এ আই দফতর।
advertisement
চুঁচুড়ায় এই অনুষ্ঠানে সচেতনতার প্রচার সম্পর্কে হুগলি জেলার ফুডসেফটি দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক ডেপুটি সিএমওএইচ-২ ডাঃ দেবজানি বসু মল্লিক জানান, সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা নিয়ে সচেতনতা,পুষ্টিকর খাবার কী,খাবারে যদি কোন সমস্যা হয় তাহলে তার জন্য কোথায় অভিযোগ জানাতে পারেন,এই জিনিসগুলো নিয়েই সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবেই পথনাটিকা হচ্ছে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 7:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোন খাবারে ভেজাল? পথনাটিকায় বাজারজাত খাদ্য দ্রব্য সম্পর্কে সচেতন করছে জেলা স্বাস্থ্য দফতর