অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট, মাথায় হাত কৃষকদের
Last Updated:
#বারাসত: অসময়ের বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। বিট, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, মসুর। চাষের জমিতে জমেছে জল। ফসল পচে নষ্ট হওয়ার জোগাড়। এদিকে, মাথায় ঋণের বোঝা। সরকারি সাহায্যের অপেক্ষায় উত্তর চব্বিশ পরগনার কৃষকরা।
ফেব্রুয়ারি শেষে জোড়া কালবৈশাখীর দাপট। সাতদিন যেতে না যেতেই হাজির পশ্চিমী ঝঞ্ঝা। বসন্তেই যেন ঘোর বর্ষা বঙ্গে। অকাল বৃষ্টিতে নষ্ট খেতের ফসল। মাথায় হাত কৃষকের। উত্তর চব্বিশ পরগনার বারাসত, দেগঙ্গা, আমডাঙা। সর্বত্রই এক ছবি।
সময়ের আগেই ফসল তুলতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সে সব বেচে কটা টাকা ঘরে আসবে জানা নেই। এখন তাই প্রশাসনের মুখ চেয়ে জাহাঙ্গির, রহমত আলিরা। বারাসত থেকে জিয়াউল আলম।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2019 7:53 PM IST