'নোটবন্দির সিদ্ধান্ত ঠিক না ভুল, তা আদালত বলতে পারে না', বর্ধমানে বললেন প্রকাশ কারাত

Last Updated:

সোমবার বর্ধমানে প্রয়াত সিপিআইএম নেতা নিরুপম সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে এসেছিলেন প্রকাশ কারাত

#বর্ধমান:'' নোট বন্দি একটি পলিসির ব্যাপার। এ'নিয়ে আমরা রাজনৈতিক দিক দিয়ে লড়াই করছি। এটা কোর্টের বিচারের ব্যাপার নয়। এর মধ্যে বড় কোনও দুর্নীতি ঘটে থাকলে সেটা আলাদা কথা। ডি-মনিটাইজেশন একটা পলিসি এবং সেটা একটা ব্যাড পলিসি। সেটা ভাল না খারাপ তা আদালত বলে দিতে পারে না।'' এদিন বর্ধমানে এই মন্তব্য করলেন সিপিআইএম নেতা প্রকাশ কারাত। সোমবার বর্ধমানে প্রয়াত সিপিআইএম নেতা নিরুপম সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে এসেছিলেন তিনি। সেখানে নোট বন্দি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এই মন্তব্য করেন।
নোট বাতিলের মামলায় স্বস্তি পেয়েছে কেন্দ্র। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি এসএ নাজিরের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের তরফে রায় দেওয়া হয়েছে, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত ভুল নয়। তবে, বেঞ্চের চার সদস্য নোটবাতিলের পক্ষে রায় দিলেও, বিপক্ষে রায় দিয়েছেন আরেক সদস্য, তিনি, বিচারপতি বি ভি নাগারত্ন।
মামলাকারীদের পক্ষে রায় দিয়ে এদিন নাগারত্ন বলেছেন, "রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইনের ২৬ নম্বর ধারা অনুযায়ী ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সুপারিশ করার কথা ছিল আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের। কিন্তু সুপারিশ এসেছিল কেন্দ্রীয় সরকারের তরফে।" সব দিক বিবেচনা করে তাঁর সিদ্ধান্ত, ২০১৬-এর ৮ নভেম্বর সরকার যে পদক্ষেপ করেছিল, তা বেআইনি। তাঁর রায়, আইন মেনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি।
advertisement
advertisement
বিচারপতি নাগারত্নের মতে, যে যে লক্ষ্য সামনে রেখে ২০১৬ সালে নোটবন্দি করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার, সে উদ্দেশ্যের অধিকাংশই পূরণ করা যায়নি। একই সঙ্গে বিচারপতি বলেছেন, "কিন্তু, যেহুতু ঘটনাটি ২০১৬ সালের, ফলে এর স্থিতি পরিবর্তন করা যাবে না।"
প্রকাশ করাত বলেন, '' নোট বন্দির উদ্দেশ্য কি ছিল, তার ফলে কী লাভ হল, কী ক্ষতি হল, সবাই জানে। কোর্ট এই পলিসি ম্যাটারের ব্যাপারে কেন গিয়েছে আমার জানা নেই। এখন এই পলিসি  তৈরির ক্ষেত্রে কোনও  বেআইনি কিছু ছিল কিনা এই বিষয়ে আদালত যাওয়া হলে আলাদা কথা। কিন্তু বিষয় হল এই পলিসি ভুল ছিল এবং তা নিয়ে আমাদের আন্দোলন চলবে। এটা ঠিক ছিল, ওটা ভুল ছিল তা বলে দেওয়া কোর্টের বিষয় নয়। কোর্ট বলেছে এই পলিসি করার ক্ষেত্রে কোন ত্রুটি নাই। কিন্তু এই পলিসিটাই ভুল ছিল।''
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'নোটবন্দির সিদ্ধান্ত ঠিক না ভুল, তা আদালত বলতে পারে না', বর্ধমানে বললেন প্রকাশ কারাত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement