Murshidabad News: রাজস্থান থেকে মুর্শিদাবাদে এসে হাজির ১৬ উট! লক্ষাধিক টাকা খরচ করে বাড়ি ফেরানো হল তাদের

Last Updated:

Murshidabad News: রাজ্যে প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে রাজস্থানের পাঠানো হল এই ১৬টি উটকে। ARD (অ্যানিমাল রির্সোস ডেভেলপমেন্ট) দফতরের উদ্যোগে রাজস্থানের উদ্দেশ্যে এই উট পাঠানো হয়। 

+
রঘুনাথগঞ্জে

রঘুনাথগঞ্জে লরিতে রাখা আছে উট 

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে উদ্ধার হয়েছিল রাজস্থানের উট। অবশেষে সেই উট ফিরে গেল নিজের রাজ্যে রাজস্থানে। রাজস্থান থেকে ১৬টি উট নিয়ে এসেছিলেন আল্লারাখা সেখ। আর সেই উট নিয়ে বিক্রি করতেন এলাকায়। আর সেই উট রাখার অভিযোগে প্রথমে গত ২শে নভেম্বর গ্রেফতার করা হয় আল্লারাখাকে।
কান্দি থানার অন্তর্গত মহালন্দীর চাঁদপুর এলাকার বাসিন্দা আল্লারাখা সেখ। ১৬টি উট এনে হাজির হন হঠাৎই মহালন্দী এলাকায়। রাজস্থান থেকে নবাবের জেলায় উট নিয়ে এসে সেটা চড়াদামে বিক্রির উদ্দেশ্যে ছিল। আর তখন পুলিশ খবর পায়। গত ২০ নভেম্বর রাতে পুলিশ খবর পেয়ে আল্লারাখা সেখকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ১৮৮, ৩৭৯, ৪১১, ৩৪ আইপিসি ও ১১(১) প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস ধারায় মামলা রুজু করে ২১ নভেম্বর দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। ২১ নভেম্বর পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেও পরে জামিনে মুক্তি দেয় কান্দি আদালত।
advertisement
advertisement
অবশেষে রাজ্যে প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে রাজস্থানে পাঠানো হল এই ১৬টি উটকে। ARD (অ্যানিমাল রির্সোস ডেভেলপমেন্ট) দফতরের উদ্যোগে রাজস্থানের উদ্দেশ্যে এই উট পাঠানো হয়। গত কয়েক দিন ধরেই বহরমপুরে রাখা ছিল উটগুলিকে। খাবার-সহ বিভিন্ন রকম অসুবিধা হচ্ছিল ১৬টি উটের। অবশেষে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হল ১৬টি উটকে। রাজস্থানের জয়পুরের জোটওয়ারা বাসুদেবপুরে ‘ধ্যান যোগ গাউ সেবা সোসাইটি’ তে পাঠানো হল রাজ্যে সরকারের উদ্যোগে এই ১৬টি উটকে।
advertisement
ARD দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা শাসক কার্যালয়ের অফিস থেকে এই গাড়ি ভাড়া করা হয়েছে। লক্ষাধিক টাকা রাজ্য সরকারের বরাদ্দ করে চারটি লরিতে করে পাঠানো হল উটগুলিকে। দু’জন পুলিশ কর্মী, দু’জন পশু পালক আধিকারিক ও উট পালক কর্মীদের সঙ্গে পাঠানো হয়েছে ১৬টি উটকে। রঘুনাথগঞ্জের ওমরপুরে উটগুলিকে চিকিৎসা করার পরেই লক্ষাধিক টাকা খরচ করে এই উটগুলি পাঠানো হল ১৫০০ কিলোমিটার দূরে রাজস্থানে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: রাজস্থান থেকে মুর্শিদাবাদে এসে হাজির ১৬ উট! লক্ষাধিক টাকা খরচ করে বাড়ি ফেরানো হল তাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement