করোনার আতঙ্কে বিশ্বের বৃহত্তম রেল স্টেশনেও শুরু হল থার্মাল স্ক্রিনিং

Last Updated:
SUJIT BHOWMIK
#খড়্গপুর: বিশ্বের বৃহত্তম রেল স্টেশন  খড়্গপুর স্টেশন। আর সেই খড়গপুর স্টেশনেই থার্মাল স্ক্রীনিং শুরু করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং রেলযাত্রীদের সচেতন করতে এই উদ্যোগ।  স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা দাবি করেছেন, বড় এবং গুরুত্বপূর্ণ রেল জংশন হওয়ার কারণে খড়্গপুর স্টেশনে যাত্রী ভিড় দিনরাত লেগেই থাকে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারীরা এই স্টেশনে জড়ো হন। ভিন রাজ্য থেকে মূলত মুম্বই বা পুণে থেকে আসা লোকজনদের হরমল থার্মাল স্ক্রিনিং থার্মোমিটার দিয়ে আজ পরীক্ষা করা হয়। খড়্গপুরে আসা ট্রেন যাত্রীদের  সর্দিকাশির হয়েছে কিনা সেই সব পরীক্ষাও  করা হয়।তবে খড়্গপুর স্টেশনে আসা বেশিরভাগ যাত্রীদের মধ্যেই যথেষ্ট সচেতনাতা দেখা গিয়েছে বলে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন। দেখা গিয়েছে, খড়গপুর স্টেশনে মাস্ক পরেই যাতায়াত করছেন যাত্রীরা। খড়গপুর স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাঁরা যাচ্ছেন, তাঁদের মুখে মাস্ক পরে রয়েছে। তথ্য বলছে, খড়গপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত, অর্থাৎ রাজ্য থেকে লোকজন আসা-যাওয়া করছেন, বিশেষ করে মহারাষ্ট্র পুনা মুম্বাই, প্রতিবেশী রাজ্য উড়িষ্যা কিংবা কেরালা। দক্ষিণের দিক থেকে যেসব ট্রেন আসছে সেগুলোর ওপরও বাড়তি নজর রেখে স্ক্রিনিং টেস্ট চালাচ্ছেন  রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করোনার আতঙ্কে বিশ্বের বৃহত্তম রেল স্টেশনেও শুরু হল থার্মাল স্ক্রিনিং
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement