প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্রের দাবিতে সারা রাত চলল আন্দোলন

Representative Image

Representative Image

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে অব্যাহত বিক্ষোভ-আন্দোলন ৷

  • Last Updated :
  • Share this:

    #বর্ধমান: প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে অব্যাহত বিক্ষোভ-আন্দোলন ৷ কাউন্সেলিং পর্ব মিটে গেলেও এখনও মেলেনি নিয়োগ পত্র, অভিযোগ বর্ধমান জেলার চাকরিপ্রার্থীদের ৷

    নিয়োগপত্রের দাবিতে বুধবার সারা দিনভর চলল আন্দোলন ৷ এমনকী রাতেও মেটেনি উত্তেজনা ৷ সারারাত ধরে জেলা প্রাথমিক স্কুল সংসদের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে গেলেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা ৷

    মেধাতালিকায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আশঙ্কা, নিয়োগে কোনও রকম অনিয়ম না হয় ৷ দিনভর জেলা প্রাথমিক স্কুল সংসদের সামনে নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ চালানো সত্ত্বেও দেখা মেলেনি সংসদের কোনও আধিকারিকদের ৷ উল্টে পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে তাদের সঙ্গে গন্ডগোল বাধে ৷ বিক্ষোভ দিনভর ভিতরে আটকে ছিলেন জেলা প্রাথমিক স্কুল সংসদের কর্মীরা ৷

    পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় বর্ধমানের মহকুমা শাসক এসে আন্দোলনকারীদের নিয়োগপত্র মেলার ব্যাপারে আশ্বস্ত করেন ৷ জানান, যারা নিয়োগপত্র পাননি তাদের নথি খতিয়ে দেখছে সংসদ ৷ কাজ শেষ হলে শীঘ্রই মিলবে নিয়োগপত্র ৷ তাতেও আশ্বস্ত হতে পারছেন না চাকরিপ্রার্থীরা ৷ জেলা সংসদের সামনে এখনও বিক্ষোভে অনড় আন্দোলনকারীরা ৷

    নিয়োগ নিয়ে বীরভূমের সিউরি থেকেও উঠল অস্বচ্ছতার অভিযোগ ৷ প্রাথমিক টেটে উত্তীর্ণ ৪২ জন অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থীর অভিযোগ, SMS ও মেল-এ কাউন্সেলিংয়ের ডাক পেলেও নিয়োগপত্র হাতে পাননি তারা ৷ কাউন্সেলিংয়ের পর তাদের জানানো হয় নিয়োগপত্র পরে দেওয়া হবে ৷ এতেই চাকরিপ্রার্থীদের মনে জেগেছে সন্দেহ ৷ নিয়োগপত্রের দাবীতে বুধবার বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অসন্তোষ দেখায় পরীক্ষার্থীরা ৷

    পর্ষদ সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির জন্য নিয়োগপত্র দিতে সমস্যা তৈরি হয়েছে ৷ নতুন করে নিয়োগপত্র ছাপিয়ে দু’দিনের মধ্যে নির্বাচিত চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে ৷

    First published:

    Tags: Burdwan, Primary teacher appointment problem, Primary Teachers appointment letter, TET Agitation In demand of appointment letter