Fire Incident: রায়দিঘিতে ভয়াবহ আগুন! ক্ষতি লক্ষাধিক টাকার সামগ্রী, দোকানপাট বন্ধ হয়ে থমথমে এলাকা
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Fire Incident: রায়দিঘিতে ভয়াবহ আগুনে ক্ষতি হল লক্ষাধিক টাকার সামগ্রী। আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে উপস্থিত হন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
দক্ষিণ ২৪ পরগনা: রায়দিঘিতে ভয়াবহ আগুনে ক্ষতি হল লক্ষাধিক টাকার সামগ্রীর। আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে উপস্থিত হন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্রের খবর, রায়দিঘির কাছারি মোড়ে একটি খাবারের দোকানে প্রথম আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আগুন লাগার পরই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর খবর দেওয়া হয় রায়দিঘি থানায়। খবর যায় দমকলেও। তাদের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
advertisement
advertisement
রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা জানিয়েছেন, আগুনে ক্ষতি হয়েছে অনেকটাই। প্রশাসনের পক্ষ থেকে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। যেটুকু সাহায্য করা যায় তা দেখা হচ্ছে। তবে স্থানীয় মানুষজন ও দমকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। খুব ভাল কাজ করেছে বলে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকার পাশে কিছু দোকান বন্ধ রয়েছে বলে খবর।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2024 4:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: রায়দিঘিতে ভয়াবহ আগুন! ক্ষতি লক্ষাধিক টাকার সামগ্রী, দোকানপাট বন্ধ হয়ে থমথমে এলাকা