Terracotta Workshop: টেরাকোটা শিল্পে নতুন দিগন্ত! হিউম্যান ফিগারে তাক লাগানো কাজ, রং-তুলির জাদুতে পুরুলিয়ায় জমাটি ওয়ার্কশপ

Last Updated:

Terracotta Workshop: শিল্পীদের রং-তুলির জাদুতে সেজে উঠেছিল এই ওয়ার্কশপ। নাচ-গান-বন ফায়ার, সব কিছুর মধ্যে দিয়ে জমজমাট হয়ে উঠেছিল চারিদিক। 

+
টেরাকোটা

টেরাকোটা ওয়ার্কশপ

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ টেরাকোটা শুনলেই সকলের মনে একটাই নাম আসে, বাঁকুড়ার বিষ্ণুপুর। কিন্তু সেই টেরাকোটা শিল্পকে মডার্ন আটে রূপান্তরিত করেছেন পুরুলিয়ার শিল্পী ভাস্কর ঘোষ। তাঁর হাত ধরেই জঙ্গলমহলের বুকে হিউম্যান ফিগারে টেরাকোটা শিল্প নতুন রূপ পেয়েছে। ইতিপূর্বে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় তাঁর শিল্পকলা প্রশংসিত হয়েছে। বিগত বেশ কিছু বছর ধরে তিনি বিভিন্ন জায়গার শিল্পীদের একত্রিত করে ট্র্যাডিশনাল আর্ট ও টেরাকোটার উপর ওয়ার্কশপ করছেন।
এই বছর অষ্টম বর্ষে পদার্পণ করেছে তাঁদের ন্যাশনাল ট্র্যাডিশনাল আর্ট ও টেরাকোটা ওয়ার্কশপ। এবারের মূল আকর্ষণ ছিল খেজুর পাতার মাদুরের উপরে ফাইন আর্টসের কাজ, যা ফাইন আর্টসে একেবারেই নতুন। এই সেমিনারে বিভিন্ন রাজ্য ও তথা বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। ‌প্রকৃতি বাঁচানোর বার্তা দিতে এই ওয়ার্কশপের নাম ছিল ‘প্রকৃতির প্রতিধ্বনি’।
advertisement
আরও পড়ুনঃ রাত বাড়তেই অদ্ভুত আওয়াজ, এলাকা থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক কুকুর! আলিপুরদুয়ারে লেপার্ড আতঙ্ক
পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাখী পাহাড়ের উপর প্রথম দিনের ওয়ার্কশপ ছিল। পরবর্তী ওয়ার্কশপ হয় পুরুলিয়া শহরে কেতিকাতে। বহু গণ্যমান্য ব্যক্তিত্বের সমাগম সমৃদ্ধ হয় এই ওয়ার্কশপ।
advertisement
শিল্পী ভাস্কর ঘোষ বলেন, প্রকৃতি বাঁচানোর বার্তা দিতে এই বছরের এই ওয়ার্কশপ। সকলের থেকে যথেষ্ট ভাল সাড়া পেয়েছেন। প্রকৃতির মাঝে এই ধরনের ওয়ার্কশপ এর আগে কখনও হয়নি। বাঁকুড়ার টেরাকোটা শিল্পের মধ্যে নতুনত্বের ছোঁয়া তুলে ধরতেই এই হিউম্যান ফিগারের উপর টেরাকোটা শিল্প, যা ধীরে ধীরে সকলের পছন্দের হয়ে উঠছে। অংশগ্রহণকারী শিল্পীরা জানান, তাঁদের এই ওয়ার্কশপ ভীষণ ভাল লেগেছে। টেরাকোটা শিল্পকে নতুনত্বের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত। সেখানে এই মডার্ন আর্টের উপর টেরাকোটা শিল্প তাঁদের নতুন কিছু শেখাতে উৎসাহী করে তুলবে। শিল্পীদের রং-তুলির জাদুতে সেজে উঠেছিল এই ওয়ার্কশপ। নাচ-গান-বন ফায়ার, সব কিছুর মধ্যে দিয়ে জমজমাট হয়ে উঠেছিল চারিদিক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Terracotta Workshop: টেরাকোটা শিল্পে নতুন দিগন্ত! হিউম্যান ফিগারে তাক লাগানো কাজ, রং-তুলির জাদুতে পুরুলিয়ায় জমাটি ওয়ার্কশপ
Next Article
advertisement
Mamata Banerjee on SIR Hearing: এসআইআর হয়রানি নিয়ে মঙ্গলবারই আইনি পথে, প্রয়োজনে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব:মমতা
এসআইআর হয়রানি নিয়ে মঙ্গলবারই আইনি পথে, প্রয়োজনে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব:মমতা
  • এসআইআর হয়রানি নিয়ে সরব মমতাও৷

  • মঙ্গলবারই মামলা, জানালেন মুখ্যমন্ত্রী৷

  • দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন, দাবি মুখ্যমন্ত্রীর৷

VIEW MORE
advertisement
advertisement