Temporary Bridge Collapse: হঠাৎ বাঁকুড়ার সঙ্গে দূরত্ব বেড়ে গেল আসানসোলের! ব্যাপারটা কী?

Last Updated:

Temporary Bridge Collapse: আসানসোলের হিরাপুর সংলগ্ন এলাকায় রয়েছে একটি অস্থায়ী কাঠের সেতু। দামোদরের উপর তৈরি এই সেতু ব্যবহার করে অনেকেই বাঁকুড়ার সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করেন। এই সেতু না থাকলে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার বাড়তি দূরত্ব অতিক্রম করতে হয়

+
দামোদরের

দামোদরের জলের প্রবল বেগে ভেসে গিয়েছে অস্থায়ী কাঠের সেতু।

পশ্চিম বর্ধমান: হঠাৎ করেই পড়শি বাঁকুড়ার সঙ্গে দূরত্ব বেড়ে গেল আসানসোলের! এক ধাক্কায় ২০ থেকে ২৫ কিলোমিটার দূরত্ব বেড়েছে। যদিও এই সমস্যা প্রথম নয়। বারবার একই সমস্যার সম্মুখীন হতে হয় ওই রাস্তা ব্যবহারকারী নিত্যযাত্রীদের। বিশেষ করে বর্ষার সময় এই পরিস্থিতি দেখা দেয়। গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর ফিরেছে পুরনো ছবিটা।
আসানসোলের হিরাপুর সংলগ্ন এলাকায় রয়েছে একটি অস্থায়ী কাঠের সেতু। দামোদরের উপর তৈরি এই সেতু ব্যবহার করে অনেকেই বাঁকুড়ার সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করেন। এই সেতু না থাকলে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার বাড়তি দূরত্ব অতিক্রম করতে হয় নিত্যযাত্রীদের। ফলে সমস্যা বাড়ে। ওই জায়গায় একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিও রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি।
advertisement
advertisement
গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাতের পর ভয়াল রূপ নিয়েছিল দামোদর। ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে দামোদরে অনেকটা জলস্তর বেড়ে যায়। যার ফলে ভেসে গিয়েছে কাঠের এই অস্থায়ী সেতুটি। এই সেতু ভেসে যাওয়ার ফলে ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে নিত্যযাত্রীদের। সেখানে সময় অনেকটা বেশি লাগছে। সেতু ব্যবহারকারী নিত্যযাত্রীরা ওই জায়গায় স্থায়ী সেতু নির্মাণের দাবি করছেন।
advertisement
উল্লেখ্য, আসানসোলের হীরাপুর থেকে বাঁকুড়া যোগাযোগ রক্ষাকারী এই অস্থায়ী সেতুর জায়গায় স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস পাওয়া গিয়েছে। কখনও কেন্দ্রের তরফ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে, কখনও রাজ্যের তরফ থেকে শোনা গিয়েছে আশার বাণী। কিন্তু শেষপর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। ফলে বর্ষায় দামোদরে জল বাড়লে ভেসে যায় কাঠের সেতুটি। তখন বাড়তি দূরত্ব অতিক্রম করতে হয় নিত্যযাত্রীদের।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Temporary Bridge Collapse: হঠাৎ বাঁকুড়ার সঙ্গে দূরত্ব বেড়ে গেল আসানসোলের! ব্যাপারটা কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement