প্রেমিকার মায়ের 'বেদম' মারে হাসপাতালে ভর্তি ধর্নায় বসা ‘বিদ্রোহী’ প্রেমিক

Last Updated:
#তেহট্ট:  ‘ফিরিয়ে দাও, আমার এ প্রেম তুমি ফিরিয়ে দাও’... প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন প্রেমিক! তারপরই প্রেমিকার মায়ের বেদম মারে যুবকের গন্তব্য হাসপাতাল, চলছে চিকিৎসা! ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে। স্থানীয় সূত্রের খবর, প্রাণতোষ বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিম্পা সরকারের। যথেষ্ট গাঢ়ই ছিল তাঁদের ভালবাসা। কিন্তু আচমকাই ছন্দপতন। প্রাণতোষকে এড়িয়ে চলতে শুরু করেন রিম্পা। খবর নিয়ে প্রাণতোষ জানতে পারেন অন্যত্র বিয়ের ঠিক হয়েছে রিম্পার। যেদ চেপে যায় প্রাণতোষের! রিম্পাকে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনেই ধরনায় বসেন।
চলতি মাসের গোড়াতেই জলপাইগুড়ির ধূপগুড়িতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসেছিলেন প্রেমিক অনন্ত বর্মন। তাঁর অভিযোগ ছিল, ৮ বছরের প্রেমের পর মুখ ফিরিয়েছেন প্রেমিকা। অন্যদিকে, প্রেমিকার পরিবারের দাবি ছিল প্রেমিকা বাড়ি নেই, কারণ বিয়েতে মত নেই তাঁর। রাস্তায় মশারির ভিতরেই রাত কেটেছিল বিয়েতে অনড় অনন্তের। অন্যদিকে অসুস্থ হয়ে পড়েন প্রেমিকার মা, ভর্তি করা হয় হাসপাতালে। অবশেষে, প্রেমই জিতল ৷ ‘বিদ্রোহী’ প্রেমিকের নাছোড়বান্দা আবদারে রাজি হলেন প্রেমিকা ৷ উঠল ধর্না ৷ প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ে সারলেন ‘বিদ্রোহী’ প্রেমিক৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমিকার মায়ের 'বেদম' মারে হাসপাতালে ভর্তি ধর্নায় বসা ‘বিদ্রোহী’ প্রেমিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement