Teenager Missing: বাবার সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল কুমির! নাবালকের সন্ধানে নদীতে চিরুনি তল্লাশি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Teenager Missing: স্থানীয় সূত্রের খবর, ওই কিশোর নিজের বাবার সঙ্গে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল। হঠাৎ তাকে কুমির টেনে নিয়ে যায়!
দক্ষিণ ২৪ পরগনা: এক নাবালককে কুমির টেনে নিয়ে গিয়েছে বলে আতঙ্ক ছড়াল সুন্দরবন। তৎক্ষণাৎ নদীতে তল্লাশি অভিযান শুরু করে প্রশাসন। যদিও মানিক ভক্তা (১৩) নামে ওই কিশোরের এখনও সন্ধান মেলেনি। পাথরপ্রতিমার জি প্লটের গোবর্ধনপুরে মঙ্গলবার সকাল থেকে নদীর বুকে তন্ন তন্ন করে খোঁজ চলছে ওই কিশোরের।
এদিকে তল্লাশি অভিযানের সময় যত এগিয়ে চলেছে ততই হতাশ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, মানিককে কুমিরেই টেনে নিয়ে গিয়েছে। গ্রামবাসীদের থেকে বিষয়টি জেনে তল্লাশি অভিযানে নামে বন দফতর। তাদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। শাসকদলের অঞ্চল সভাপতি শেখ নুর ইসলামের উদ্যোগে লঞ্চ এবং ট্রলার জোগাড় করে তল্লাশি অভিযানে নামানো হয়েছে। সেই লঞ্চ এবং ট্রলারে করে নদীতে খোঁজ চলছে ওই বালকের।
advertisement
advertisement
ছবি, ভিডিও করা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার। জানা গিয়েছে, সত্যদাসপুরের বাসিন্দা হুকুম ভক্তার ছেলে মানিক। স্থানীয় সূত্রের খবর, ওই কিশোর নিজের বাবার সঙ্গে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল। হঠাৎ তাকে কুমির টেনে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত বন দফতর এবং পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে বন কর্মী ও পুলিশ এলাকায় ছুটে আসে। সেই থেকে টানা তল্লাশি চলছে। বন দফতরের পক্ষ থেকে ডিএফও মিলন মণ্ডল জানান, তঁদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু পাড় থেকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার কোনও চিহ্ন তাঁরা পাননি। যদিও ছেলেটির সন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2024 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teenager Missing: বাবার সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল কুমির! নাবালকের সন্ধানে নদীতে চিরুনি তল্লাশি