স্কুল না যাওয়াই হল কাল! বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে যা হল কিশোরের, শিউড়ে উঠবেন

Last Updated:

Drowning- সোমবার অন্য দিনের মতো স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল সে। তবে যায়নি স্কুলে। স্কুল পালিয়ে কয়েকজন বন্ধু মিলে পৌঁছে যায় মেদিনীপুর শহর থেকে অনতিদূরে আমড়াতলা এলাকায়। সেখানে থাকা জলাশয়ে তলিয়ে মৃত্যু হয় তার।

জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু
পশ্চিম মেদিনীপুর: স্কুলে না যাওয়াটাই কাল হয়ে দাঁড়াল এক পড়ুয়ার। বাড়ি থেকে স্কুলের নাম করে বেরোলেও স্কুলমুখী হয়নি সে। বেশ কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করে ড্যামে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক কিশোরের। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ছোট একটা ভুল, তার জন্য মাশুল গুনতে হল জীবনের। স্কুল না গিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই জীবনে ডেকে আনল বিপদ। ড্যামে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। কিশোরের এমন পরিণতিতে হতবাক সকলে।
সোমবার অন্য দিনের মতো স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল সে। তবে যায়নি স্কুলে। স্কুল পালিয়ে কয়েকজন বন্ধু মিলে পৌঁছে যায় মেদিনীপুর শহর থেকে অনতিদূরে আমড়াতলা এলাকায়। সেখানে থাকা জলাশয়ে তলিয়ে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার আমড়াতলা এলাকায়। মৃত ছাত্রের নাম অংশু দাস। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের ছাত্র ছিল সে। বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন- ১২ লাখ টাকার ইলেকট্রিক কেবল উধাও…! কে করল চুরি, কান টানতেই পুলিশের জালে ৩
জানা গিয়েছে, এদিন স্কুল না গিয়ে কয়েকজন ছাত্র মিলে গুড়গুড়িপাল থানার অন্তর্গত আমড়াতলা এলাকার জঙ্গলে ঘুরতে গিয়ে সেখানে ড্যামে নামে অংশু। ড্যামে জলে সে হঠাৎই তলিয়ে যায়। যদিও তার বন্ধুরা জানিয়েছে, সাঁতার না জানায় নিজেকে সামলাতে না পেরে জলে তলিয়ে গিয়েছে। পরে এলাকাবাসীকে ডেকে খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার করা হয়। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
advertisement
জানা গিয়েছে, ২০১২ সালে অংশুর বাবার মৃত্যু হয়। মা ও ছেলে মিলে মামাবাড়িতেই থাকত। এদিন সামান্য মজার জন্য স্কুলে না গিয়ে ঘুরতে গিয়েই এত বড় বিপদ। পরিবারে শোকের আবহ।ছাত্রছাত্রীদের আরও সচেতন হওয়ার বার্তা বিদ্যালয়ের শিক্ষকদের।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল না যাওয়াই হল কাল! বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে যা হল কিশোরের, শিউড়ে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement