Teachers Day 2025: স্কুলে কব্জি ডুবিয়ে ইলিশ খেল ছাত্র-শিক্ষক-অভিভাবক! টিচার্স ডে উপলক্ষে অভিনব উদ্যোগ, কোথায়?
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Teachers Day 2025: অভিনব কায়দায় শিক্ষক দিবস পালন হল সাতটি স্কুলে। সকলে মিলে বসে খেলেন ইলিশ। বাদ গেলেন না অভিভাবকেরাও।
মহেশতলা: শিক্ষক দিবস উপলক্ষে মহেশতলার স্কুলে ইলিশ উৎসব।
অভিনব কায়দায় শিক্ষক দিবস পালন হল মহেশতলায়। আগামিকাল শিক্ষক দিবস। শিক্ষক দিবসের আগেই মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিয়ে মোট সাতটি স্কুলে ইলিশ উৎসব। প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পালন করা হয় ইলিশ উৎসব।
আরও পড়ুন: এনআইআরএফ ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২৫: দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ে যাদবপুর, বাকি ৯-এ কারা? দেখে নিন তালিকা
শিক্ষক দিবস উপলক্ষে আগামিকাল স্কুল ছুটি রয়েছে, সেই কারণেই তার আগের দিন এই অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা-সহ অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে, মহকুমা শাসক তমঘ্ন কর সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুন: বৃষ্টির শেষ এখনই না, আগামী ২৪ ঘণ্টায় বাংলার ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার বড় খবর
শিক্ষক দিবস উপলক্ষে ইলিশ উৎসবের যে খাওয়া-দাওয়া সেখানে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এছাড়াও প্রশাসনিক আধিকারিক যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেন। এবং বিভিন্ন অভিভাবক ও অভিভাবিকারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 8:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teachers Day 2025: স্কুলে কব্জি ডুবিয়ে ইলিশ খেল ছাত্র-শিক্ষক-অভিভাবক! টিচার্স ডে উপলক্ষে অভিনব উদ্যোগ, কোথায়?