Nadia News: মোবাইলে গেমে ব্যস্ত শিক্ষকরা, স্কুলে তালা ঝোলালেন অভিভাবকেরা

Last Updated:

ক্লাসে না পড়িয়ে শিক্ষক-শিক্ষিকারা মোবাইলে গেম খেলে এমনই অভিযোগ তুলে স্কুল ঘরের মধ্যেই তালা দিয়ে দুই শিক্ষককে আটক রাখল অভিভাবকেরা।

শিক্ষকদের স্কুলের মধ্যে তালা দিয়ে রাখছেন অভিভাবকেরা
শিক্ষকদের স্কুলের মধ্যে তালা দিয়ে রাখছেন অভিভাবকেরা
শান্তিপুর: মোবাইল গেমে আসক্ত শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের ঘরে তালা মেরে বিক্ষোভ দেখানোর খবর সম্প্রচারিত হতেই সাসপেন্ড প্রধান শিক্ষিকা স্থানান্তকরণ করা হল অপর এক শিক্ষককে। নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের প্রমোদ নগরে অবস্থিত প্রমোদ দাশগুপ্ত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে সুশান্ত মন্ডল রহিদুল মন্ডল এবং টিআইসি কৃষ্ণা দত্তর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অশিক্ষক আচরণের জন্য এদিন উপস্থিত দুই শিক্ষককে স্কুলে আটকে রেখে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।
প্রধান শিক্ষিকা কৃষ্ণ দত্ত এদিন উপস্থিত ছিলেন না। যদিও তার ছেলে সন্দীপন দত্ত এসে অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণ করার জন্য বিশৃংখলার সৃষ্টি হয় বলেই দাবি অভিভাবকদের। ক্লাসে না পড়িয়ে শিক্ষক-শিক্ষিকারা মোবাইলে গেম খেলে এমনই অভিযোগ তুলে স্কুল ঘরের মধ্যেই তালা দিয়ে দুই শিক্ষককে আটকে রাখা হয় দীর্ঘ চার ঘন্টা যাবৎ, এবং অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন।
advertisement
advertisement
এই ঘটনা সংবাদ শিরোনামে আসতেই, ঘটনাস্থলে উপস্থিত শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। আসেন স্থানীয় বাবলা পঞ্চায়েতের মেম্বার। এলাকাবাসীর কথায় মান্যতা দিয়ে তারা ঘটনাটি বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীকে জানান, এরপর বিধায়ক অবর বিদ্যালয় পরিদর্শক এর সঙ্গে কথা বলেন। জানতে পারেন ওই বিদ্যালয়ের আগেও অভিভাবকদের এ ধরনের ক্ষোভ বিক্ষোভ একাধিক বার ঘটে।
advertisement
এরপর অবর বিদ্যালয় পরিদর্শক সিদ্ধান্ত নেন, কৃষ্ণা দত্তকে এদিনই সাসপেন্ড করার এবং আগামীকাল সুশান্ত মন্ডল নামে দীর্ঘদিন ওই বিদ্যালয়ে থাকা শিক্ষককে অন্যত্র স্থানান্তর্তকরণ করার।পুলিশ প্রশাসনের ভূমিকা বাবলা পঞ্চায়েতে সদস্যদের প্রচেষ্টা এবং সর্বোপরি বিধায়ক এবং আরও খবর পড়তে ফলো করুন
অবর পরিদর্শকের সিদ্ধান্তে খুশি হন সকল এলাকাবাসী অভিভাবক বৃন্দ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মোবাইলে গেমে ব্যস্ত শিক্ষকরা, স্কুলে তালা ঝোলালেন অভিভাবকেরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement