South 24 Parganas News: শিক্ষকরাই নিচ্ছেন প্রশিক্ষণ! স্কুলে স্কুলে শেখান হবে দাবা খেলা
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
দাবা খেলার এক বিশেষ কর্মশালা নিমপীঠ জয়নগর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক ভবনে। এখানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর তাঁরা নিজ নিজ স্কুলে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন।
দক্ষিণ ২৪ পরগনা: ছাত্র-ছাত্রীদের দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষকদের নিয়ে দাবা খেলার উপর বিশেষ কর্মশালা হয়ে গেল নিমপীঠে। জয়নগর চক্র ও জয়নগর উত্তর চক্রের উদ্যোগে ৫০ টি স্কুলের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে দাবা খেলার উপর এক বিশেষ কর্মশালা নিমপীঠ জয়নগর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক ভবনে।
বর্তমানে স্কুল ছাত্র ছাত্রীরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তাই স্কুল ছাত্র ছাত্রীদের মোবাইল আসক্তি কাটিয়ে দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব পরিকল্পনা নিল জয়নগর চক্র ও জয়নগর উত্তর চক্রের বিদ্যালয় অবর পরিদর্শক। মুলত বর্ষায় স্কুল চলাকালীন বৃষ্টির জন্য ছাত্র-ছাত্রীরা বাইরে খেলাধুলা করতে পারে না। দাবা খেলা একটি “ইনডোর গেম” এই গেমে স্কুল ছাত্র ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে জয়নগর এই কর্মশালা।
advertisement
advertisement
এখানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর তাঁরা নিজ নিজ স্কুলে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন। ছাত্র-ছাত্রীরা এই খেলা অনুশীলনের মধ্য দিয়ে প্রতিযোগিতা মূলক ভাবে স্কুল স্তর থেকে শুরু করে রাজ্য স্তর এমন কি আন্তর্জাতিক স্তরে অংশ নিতে পারবে এবং তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে। মূলত সে কারণেই এই দাবা খেলার কর্মশালার আয়োজন করা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এর ফলে গ্রামাঞ্চলে স্কুলগুলি থেকে আগামী দিনে বেশ কিছু ভাল দাবা খেলোয়াড় উঠে আসবে। জয়নগর চক্র জয়নগর উত্তর চক্রের উদ্যোগে এই দাবা খেলা কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে খুশি এলাকার স্কুলের শিক্ষকরা। তারা জানান, এই দাবা খেলার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যেমন তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে ঠিক তেমনি মোবাইল ফোনের হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 4:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শিক্ষকরাই নিচ্ছেন প্রশিক্ষণ! স্কুলে স্কুলে শেখান হবে দাবা খেলা